10.7 C
London
October 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

জেনে নিন ব্রিটেনের কোন কোন অঞ্চলে ‘টিয়ার-৪’ কার্যকর হচ্ছে

করোনা ভাইরাসের নতুন রূপটি যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব দিকে ধরা পরলেও এখন তা যুক্তরাজ্যের সমস্ত কোণে ছড়িয়ে পড়েছে। সুতরাং, বক্সিং দিবসের আগেই অনেক অঞ্চলকে ‘টিয়ার ৪’ বা লকডাউন সমতুল্য বিধিনিষেধের আওতায় আনা হতে পারে।

 

কোন অঞ্চল কোন টিয়ারের আওতায় থাকবে তা নিয়ে ৩০ ডিসেম্বর ঘোষণা দেয়ার কথা ছিল। কিন্তু আক্রান্তের হার ক্রমান্বয়ে বাড়ার কারণে এই সিদ্ধান্ত আগেই নেয়া হচ্ছে।

 

যেসব অঞ্চল ‘টিয়ার ৪’ এর আওতায় থাকবে সেগুলো হল:

 

কেন্ট
বাকিংহামশায়ার
বার্কশায়ার
সারে (ওয়েভারলি বাদে)
গোসপোর্ট
হাভান্ট
পোর্টসমাউথ
রোথার এবং হেস্টিংসের নগর
সমস্ত লন্ডন নগর এবং লন্ডন শহর
বেডফোর্ড
সেন্ট্রাল বেডফোর্ডশায়ার
মিল্টন কেইনস
লুটন
এবং পিটারবারো

 

লন্ডন এবং দক্ষিণ-পূর্বের বেশিরভাগ অংশে দোকান এবং ব্যবসা-বাণিজ্য বন্ধের সাথে সাথে কঠোর বিধিনিষেধ যোগ হতে পারে।

 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, এই নতুন করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে তাই আমাদেরকেও একই গতিতে সাড়া দিতে হবে।

 

তিনি আরো বলেন, ‘বক্সিং ডে’ থেকেই পুরো যুক্তরাজ্যে ‘টিয়ার ৪’ বিধি নিষেধ দেয়া হতে পারে। ক্রিসমাস পরবর্তী এই লকডাউন সম্পর্কে একটি ঘোষণা বুধবার (২৩ ডিসেম্বর) আসতে পারে বলে জানা যায়।

 

সূত্র:মিরর
২৩ ডিসেম্বর ২০২০
এসএফ

আরো পড়ুন

ওজন কমানোর ওষুধ বানিয়ে ইউরোপে অর্থনীতির শীর্ষে কোম্পানি

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রাস্তায় রাস্তায় ফিলিস্তিনি পতাকা

মানবদেহে ট্রায়ালের অনুমতি পেলো বঙ্গভ্যাক্স