11 C
London
March 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

জেলেনস্কিকে যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা, আলিঙ্গন করলেন স্টারমার

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিক্ত বৈঠকের পর লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন ইউক্রেনের নেতা ভ্লাদিমির জেলেনস্কি। স্টারমার আশ্বস্ত করেছেন, ‘যতক্ষণ সময় লাগে’ যুক্তরাজ্যের ‘অবিচল সমর্থন’ কিয়েভের প্রতি থাকবে।

পূর্ণ সমর্থনের সঙ্গে ‘ইউক্রেনের ভবিষ্যতের সার্বভৌমত্ব ও সুরক্ষা সুরক্ষিত করে এমন ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তিতে’ পৌঁছানোর গুরুত্বের উপর জোর দেন ব্রিটিশ নেতা।

জেলেনস্কিও স্টারমারের সাথে ‘অর্থবহ ও উষ্ণ বৈঠকের’ প্রশংসা করেন এবং প্রতিশ্রুতি দেন, ‘তহবিলগুলো ইউক্রেনে অস্ত্র উত্পাদনের দিকে পরিচালিত হবে।’

ট্রাম্পের সঙ্গে শুক্রবারের বৈঠকের পর শনিবার (১ মার্চ) কিয়েভের সামরিক সক্ষমতা জোরদারে নতুন ২.৮৪ বিলিয়ন ডলার ঋণ ঘোষণা করে যুক্তরাজ্য।

২০২২ সাল থেকে ওয়াশিংটন ও ব্রাসেলস রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পাশাপাশি শত শত কোটি ডলারের ব্যক্তিগত সম্পদ জব্দ করেছে। পশ্চিমা কর্মকর্তারা তহবিলের কিছু অংশ ইউক্রেনে পাঠানোর প্রস্তাব করেছেন। আইনি উদ্বেগের কারণে এ জাতীয় প্রচেষ্টা ধীর হয়ে গেছে। তবে সম্পদ থেকে পাওয়া লাভের অর্থ এরই মধ্যে ইউক্রেনে ব্যবহার করা হচ্ছে।

মস্কো বারবার সম্পদ জব্দকে ‘চুরি’ বলে নিন্দা করেছে। ক্রেমলিন বলেছে, কিয়েভের প্রতি পশ্চিমা দেশগুলোর সমর্থন তাদেরকে এই সংঘাতে সরাসরি অংশগ্রহণকারী করে তোলে।

যুক্তরাজ্য ২০২২ সালের জানুয়ারি থেকে কিয়েভকে ১৫.৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সরবরাহ করেছে। জার্মানির কিয়েল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বার্লিন ১৮ বিলিয়ন ডলারের অস্ত্র ও অন্যান্য সহায়তা পাঠিয়েছে এবং যুক্তরাষ্ট্র দিয়েছে প্রায় ১২০ বিলিয়ন ডলার।

এম.কে
০২ মার্চ ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে বাড়ছে ব্যবহৃত ইভির বাজার

বাড়ি ভাড়ার চেয়েও বেশি বিদ্যুৎ বিল, বাধ্য হয়ে মোমবাতি!

অনলাইন ডেস্ক

ব্রিটেনে শিশু জন্মহার আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে বলে অশনিসংকেত গবেষকদের