12.6 C
London
December 18, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প

প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ হিসাবে স্বীকৃতি দিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে টাইম ম্যাগাজিন ট্রাম্পকে নির্বাচিত করার ঘোষণা দেয়।

ডোনাল্ড ট্রাম্প একবার প্রকাশ্যে বলেছিলেন, টাইম ম্যাগাজিন কখনই তাকে ‘পারসন অফ দ্য ইয়ার’ দেবে না। তবে এর মধ্যে দুইবার তাকে এই সম্মান দেওয়া হলো।

টাইম ম্যাগাজিন বলছে, ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ‘ভালো হোক বা মন্দ হোক’, বৈশ্বিক বিষয়গুলোতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী ব্যক্তি হিসেবে তাকে বিবেচনা করা হয়।

ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন উদযাপনের জন্য ট্রাম্প নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে উদ্বোধনী ঘণ্টা বাজাবেন বলে একটি সূত্র সিএনএনকে জানিয়েছে। গত মাসে ম্যাগাজিনটি এক সাক্ষাৎকারও দিয়েছিলেন ট্রাম্প।

টাইমের এডিটর ইন চিফ স্যাম জ্যাকবস জ্যাকবস বলেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি যিনি ২০২৪ সালে সংবাদে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন। এই ব্যক্তি এমন একজন যিনি ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছেন, যিনি আমেরিকান প্রেসিডেন্সিকে নতুন রূপ দিয়েছেন। যিনি আমেরিকান রাজনীতিকে নতুন করে সাজাচ্ছেন। ওভাল অফিসে যিনি যাচ্ছেন তিনিই সংবাদের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি।

এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালেও প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা দিয়েছিল টাইম।

সূত্রঃ টাইমস ম্যাগাজিন

এম.কে
১৩ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

জাপানের পর্যটন খাতে ২০ শতাংশ কর্মী সংকট

জনসন অ্যান্ড জনসনের কাশির সিরাপ: সতর্কতা জারি করতে পারে ডব্লিউএইচও

কানাডার নাগরিকত্ব পাবেন অবৈধ অভিবাসীরা