গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম টু-চাইল্ড বেনিফিট সীমাকে “জঘন্য” এবং “ওয়েস্টমিনস্টারের সবচেয়ে খারাপ নীতি” আখ্যা দিয়েছেন। তিনি অবিলম্বে এই নীতি বাতিলের দাবি জানিয়ে বলেছেন, এটি দরিদ্র পরিবারগুলোর ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করছে।
২০১৭ সালে কনজারভেটিভ সরকার চালু করা এই নীতির আওতায় পরিবারগুলো কেবল দুই সন্তানের জন্যই ইউনিভার্সাল ক্রেডিট ও ট্যাক্স ক্রেডিট দাবি করতে পারে। এর বেশি সন্তানের জন্য কোনো আর্থিক সহায়তা দেওয়া হয় না। তিন সন্তানের পরিবারের সন্তান হিসেবে বেড়ে ওঠা বার্নহ্যাম বলেন, এই নীতি “সম্পূর্ণরূপে ইচ্ছাধীন ও অযৌক্তিক।”
গার্ডিয়ানের জন্য সাংবাদিক ও দারিদ্র্যবিরোধী প্রচারক টেরি হোয়াইটের সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে বার্নহ্যাম তার অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, সরকারের এই নীতি কার্যত সবচেয়ে অসহায় মানুষদের শাস্তি দিচ্ছে।
তার এই বক্তব্য সামনে আসে এমন এক সময়ে যখন রাজনৈতিক অঙ্গনে বার্নহ্যামের ওয়েস্টমিনস্টারে ফিরে আসার গুঞ্জন জোরদার হয়েছে। ২০১৭ সালে এমপি পদ ছাড়লেও সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, লেবার এমপিদের একটি অংশ তাকে কিয়ার স্টারমারের বিরুদ্ধে নেতৃত্বের চ্যালেঞ্জ জানাতে উৎসাহিত করছে।
বার্নহ্যাম বলেন, বর্তমান সরকারের নীতিগুলো এমপিদের মধ্যে “বিচ্ছিন্নতা ও মনোবলহীনতা” তৈরি করছে। লেবার পার্টিকে টিকিয়ে রাখতে হলে এবং ভবিষ্যতের জন্য শক্তিশালী করতে হলে নতুন দিকনির্দেশনা প্রয়োজন।”
সূত্রঃ স্কাই নিউজ
এম.কে
২৫ সেপ্টেম্বর ২০২৫