TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

টুইটার কেনার চুক্তি বাতিল করলেন ইলন মাস্ক

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনা থেকে পিছিয়ে এসেছেন। কারণ হিসেবে বার বার চুক্তির বিভিন্ন ধারা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

ইলন মাস্ক বলেন, টুইটারের মোট ব্যবহারকারীর সংখ্যার মধ্যে কতোগুলো স্প্যাম এবং ফেইক, সেটি জানাতে ব্যর্থ হয়েছে টুইটার। তাই তিনি টুইটার কিনছেন না।

গত মে মাসে টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত করেন ইলন মাস্ক। তার পক্ষ থেকে বলা হয়, টুইটারে স্প্যাম বা ফেইক অ্যাকাউন্টের সংখ্যা ‘শতকরা পাঁচ শতাংশের নীচে’ কিনা, তিনি তা জানতে অপেক্ষা করছেন৷

 

এক চিঠিতে ইলন মাস্কের আইনজীবী বলেন, ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে তথ্য জানাতে অসম্মতি জানানোর পাশাপাশি টুইটার তার স্প্যাম বট (ভুয়া রোবোটিক অ্যাকাউন্ট) মোট ব্যবহারকারীর ৫ শতাংশের কম থাকার বিষয়টির প্রমাণ দিতে পারেনি।

এদিকে চুক্তির শর্ত অনুযায়ী, টুইটার না কেনায় ক্ষতিপূরণ হিসেবে মাস্ককে ১০০ কোটি ডলার টুইটারকে দিতে হতে পারে। মাস্কের ঘোষণার পর টুইটারের শেয়ার ৭ শতাংশ দরপতন হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

 

৯ জুলাই ২০২২
এনএইচ

আরো পড়ুন

Training & Life skill | 12 January 2021

অনলাইন ডেস্ক

ব্রেক্সিট চুক্তি নিয়ে নতুন সংঘাতের আশঙ্কা!

যুক্তরাজ্যকে পঙ্গু করে দিচ্ছে কোয়ারেন্টাইন আইন!

অনলাইন ডেস্ক