13.7 C
London
October 4, 2025
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

টেসলার ‘মডেল পাই’: স্মার্টফোন চলবে চিন্তার মাধ্যমে!

এলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা তাদের প্রথম স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। এলন মাস্ক মানেই ভিন্ন কিছু। তাই টেসলার মডেল পাই ফোন নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা।

 

বলা হচ্ছে, টেসলা পাই ফোনে থাকছে নিউরালিংক সুবিধা। নিউরালিংক হলো সেই প্রযুক্তি যার সাহায্যে মানব মস্তিস্কের সংযোগ ঘটানো সম্ভব হবে। টেসলার এই স্মার্টফোন চিন্তার মাধ্যমে পরিচালিত হবে। অর্থাৎ আপনার ভাবনা অনুসারে ফোন কাজ করবে, ছুঁয়েও দেখতে হবে না।

 

টেসলার এই সুপার ফোনের পেছনে থাকবে ৪ লেন্সের ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। সাধারণত স্বল্প আলোবিশিষ্ট কিছুর ছবি তুলতে হলে অনেকক্ষণ ধরে আলো গ্রহণ করার পর বাজারের বর্তমান ফোনগুলোয় ছবি তোলার ফিচার আছে। কিন্তু পাই ফোনে, তারাভরা আকাশের ছবি তোলা যাবে কোনো ধরনের লং এক্সপোজার ছাড়াই। জ্যোতির্বিজ্ঞানমনস্ক কিংবা সৌখিন ফটোগ্রাফারদের জন্য এটি হতে পারে সবচেয়ে প্রিয় বস্তু।

 

ফোনের পেছনের পৃষ্ঠে ফটোক্রোমিক প্রলেপের কারণে সূর্যের আলোর প্রভাবে রঙ বদলাবে। টেসলার সোলার প্যানেল উৎপাদন ফ্যাসিলিটি কাজে লাগিয়ে পাই ফোনে থাকবে সূর্যের মাধ্যমে চার্জ দেওয়ার সুবিধাও।

 

ফোর কে রেজ্যুলেশনের স্ক্রিন হবে সাড়ে ৬ ইঞ্চি। ফোনের স্টোরেজ বা মেমরি হবে ২ টেরাবাইট! মোটামুটি গড়পড়তা ২টি কম্পিউটারের সমান মেমরি থাকবে বলা যায়। অধিক স্টোরেজের ফলে বিশাল পরিমাণ ভার্চুয়াল ফাইল সবসময় সঙ্গেই রাখা যাবে।

 

এ ছাড়া থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট। ফাইভ-জি প্রযুক্তির স্যাটেলাইট ফোন হবে অন্যতম চমক। অর্থাৎ মহাকাশে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে ইন্টারনেট।

 

এলন মাস্কের চলমান প্রজেক্ট স্টারলিংক সেই প্ল্যাটফর্ম তৈরি করে চলেছে। এখন বরং ওই প্ল্যাটফর্মকে ব্যবহারের জন্য উপযোগী ডিভাইস হিসেবে যুক্ত হতে পারে স্মার্টফোন পাই।

 

বিভিন্ন সূত্র বলছে, এর দাম হতে পারে ৮০০ থেকে ১২০০ ডলার।

 

৮ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে মূল্যস্ফীতি: বেড়েছে পুরোনো গাড়ি ও খাদ্যদ্রব্যের দাম

অনলাইন ডেস্ক

বিশ্বের উচ্চতম ভবন নির্মাণের পরিকল্পনা করছে সৌদি!

মমি হয়ে যাবে তাদের লাশ