7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

ট্রাম্পের ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার

প্রত্যাহার করে নেওয়া হলো যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। ৩২ বছর আগে ট্রাম্পকে ডিগ্রিটি দিয়েছিল দেশটির লিহাই বিশ্ববিদ্যালয়। ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্পের সমর্থকদের হামলার দুই দিন পর এ সিদ্ধান্তের কথা জানাল বিশ্ববিদ্যালয়টি।

 

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার লিহাই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি শুক্রবার (৮ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানায়। ডোনাল্ড ট্রাম্পকে ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়টির এক সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা ডিগ্রি দেওয়া হয়েছিল।

 

বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক জেরেমি লিট্যাও এক টুইট বার্তায় লেখেন, ‘পাঁচ বছর ধরে আমাদের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের চাপের পর লিহাই বোর্ড অব ট্রাস্টি অবশেষে এ সিদ্ধান্ত নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সম্মাননা ডিগ্রি ফিরিয়ে নিয়েছে।’

 

১১ জানুয়ারি ২০২১

আরো পড়ুন

গবেষণায় চৌর্যবৃত্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের পদাবনতি

যুক্তরাজ্যে সকল ধরনের বেনিফিট বাড়ার ঘোষণা দিয়েছে সরকার

সব ফোনের জন্য এক চার্জার আনতে ইইউ পার্লামেন্টে প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক