ব্রিটেনে মানুষের মৌলিক পাঁচটি অধিকারের মধ্যে একমাত্র বাসস্থানই সবচেয়ে ব্যয়বহুল চাহিদা। আজকের যুগে নিজের জন্য একটা প্রপার্টি কেনা অনেকটা সহজ। যদি কিছু ডিপোজিট থাকে আর ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য থাকে তাহলে খুব সহজেই ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রপার্টি ক্রয় করা যায়। প্রপার্টি কেনার জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়াকে বলা হয় মর্গেজ।
প্রপার্টি কেনার সময় আমাদের অবশ্যই কিছু ডিপোজিট দিতে হয়। বর্তমানে নিউ বিল্ড প্রপার্টি ক্রয় করতে হলে সর্বনিন্ম ১৫% থেকে ২৫% পর্যন্ত ডিপোজিট দিতে হয়। কিন্তু ১৫% ডিপোজিট দেয়া অনেক রেসিডেনসিয়াল প্রপার্টি বায়ারদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। এক্ষেত্রে রেসিডেনসিয়াল প্রপার্টি বায়ারগণ ” Deposit Unlock Scheme” এর মাধ্যমে ৫% ডিপোজিট দিয়ে নিউ বিল্ড প্রপার্টি ক্রয় করতে পারবেন। কিছু ল্যান্ডার এবং বিল্ডিং সোসাইটি একত্রিত হয়ে ২০২১ সালে রেসিডেনসিয়াল প্রপার্টি বায়ারদের জন্য এই ডিপোজিট আনলক স্কিম প্রপার্টি মার্কেটে চালু করেছে।
ডিপোজিট আনলক স্কিম কিভাবে কাজ করেঃ
- নিউ বিল্ড রেসিডেনসিয়াল প্রপার্টি
- ফাস্ট টাইম বায়ার অথবা হোম মুভার
- সর্বনিন্ম ৫% ডিপোজিট দিয়ে নিউ বিল্ড প্রপার্টি ক্রয় করা যাবে।
- প্রপার্টির মূল্য £৭৫০,০০০ এর বেশি হওয়া যাবে না।
- নির্দিষ্ট কিছু ল্যান্ডার এবং বিল্ডিং সোসাইটি এর নিকট হতে মর্গেজ নিতে হবে।
এক্ষেত্রে উল্লেখ্য যে বর্তমানে প্রচলিত হেল্প টু বাই স্কিম ২০২৩ সালের মার্চ মাসে শেষ হয়ে যাবে।
মর্গেজ সংক্রান্ত যেকোনো ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের সাথে নিচের টেলিফোন নাম্বারে অথবা ইমেইলে যোগাযোগ করতে পারেন।
Email: info@benecofinance.co.uk
Tel: +4402080502478