TV3 BANGLA
আন্তর্জাতিক

ডিসেম্বরে তিন ভিসায় কর্মী নেবে ইতালি

অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতেই ইতালি সরকার চলতি বছরসহ ২০২৫ সাল পর্যন্ত বিদেশি শ্রমিক নেয়ার গেজেট পাশ করেছে। আগামী ডিসেম্বরের ২, ৪ এবং ১২ তারিখ থেকে স্পনসর, গৃহকর্মী এবং কৃষি ভিসায় কর্মীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশি দক্ষ শ্রমিকরাও আবেদনের সুযোগ পাবেন।

ইতালিতে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ বিদেশি শ্রমিক নেয়ার গেজেট দেশটির মন্ত্রীপরিষদ পাশ করেছে ৩ অক্টোবর। যেখানে চলতি বছরে ৩৫টি দেশ থেকে এক লাখ ৩৬ হাজার শ্রমিক দেশটিতে কর্ম সংস্থানের সুযোগ পাবে।

এর মধ্যে সিজন্যাল বা অস্থায়ী ভিসায় ৮২ হাজার ৫৫০, নন সিজন্যাল বা স্থায়ী ভিসায় ৫২ হাজার ৭৭০ এবং প্রথম বারের মতো ব্যবসায়ী কোঠায় ৬৮০ জন শ্রমিক আবেদন করতে পারবেন।

গেজেটে আরও স্থান পেয়েছে দীর্ঘ ১২ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া গৃহ ও পরিচর্যা কর্মীদের কোঠা। সেইসঙ্গে বিশেষ কারিগরি দক্ষতা অর্জনকারী শ্রমিকদের চাহিদা রয়েছে বেশি। এক্ষেত্রে কারিগরি দক্ষ শ্রমিকরা কোঠার বাইরেও আবেদন করার সুযোগ পাবেন।

উল্লেখ্য ইতালিতে ২০২০ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশি কর্মী গিয়েছেন প্রায় ১৭ হাজার।

এম.কে
০৭ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

শেষ রক্ষা হলো না, অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক

কিমের হাতে বন্দি তার স্ত্রী’ও

ফিলিস্তিনি শিক্ষার্থী গ্রেপ্তারের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ