6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

থাইল্যান্ডে নির্বাচন নিয়ে নাটকীয়তা, ক্ষমতাসীনদের পরাজয়ের শঙ্কা

শেষ হয়েছে থাইল্যান্ডের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ, চলছে ভোট গণনার কাজ। প্রাথমিক গণনায় দেখা গেছে, ক্ষমতাসীন সেনা সমর্থিত ইউনাইটেড থাই নেশন পার্টিকে প্রত্যাখ্যান করে বিরোধী দলগুলোকে এগিয়ে রেখেছে থাই জনতা।

বিশ্ব গণমাধ্যম জানিয়েছে, এবারের নির্বাচনে এগিয়ে আছে দুটি বিরোধী দল। এখন পর্যন্ত প্রথম স্থানে আছে বিরোধী দল মুভ ফরোয়ার্ড পার্টি এবং দ্বিতীয় অবস্থানে আছে প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ের দল ফেউ থাই।

 

 

 

 

নিম্নকক্ষের ৫০০টি আসনের মধ্যে ১৫১টি আসনে জয় লাভ করে সংশয় ছাড়িয়ে এগিয়ে আছে মুভ ফরোয়ার্ড পার্টি৷ দ্বিতীয় অবস্থানে থাকা ফেউ থাই এর চেয়ে এখন পর্যন্ত ১০টি আসন এগিয়ে আছে দলটি।

বিশ্লেষকরা থাইল্যান্ডের এবারের নির্বাচনকে রাজনৈতিক ভূমিকম্প হিসেবে অভিহিত করছেন। কারণ, ভোটারদের এই মতামত বর্তমান প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচা সরকারের এর একটি স্পষ্ট প্রত্যাখ্যান। নির্বাচনে দেশটির ক্ষমতাসীন সেনাসমর্থিত জোট দল মাত্র ১৫% আসনে জয় পেয়েছে।

থাইল্যান্ডে এবছর পার্লামেন্টের নিম্নকক্ষে নির্বাচিত ৫০০ জন এমপি ও সেনেটের ২৫০ জন সদস্যের ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবে।

আরো পড়ুন

ফিলিস্তিনিদের জীবনে কখনও এমন রমজান আসেনি: আন্তোনিও গুতেরেস

ফ্রান্স-ইতালি সীমান্তে পুশ ব্যাক চলছেইঃ এমএসএফ

অনিয়মিত অভিবাসী ঠেকাতে নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানঃ পোপ