7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

দইয়ের সঙ্গে যেসব খাবার খেতে মানা

বাঙালির উৎসব পার্বণে শেষ পাতে দই না হলে চলেই না। দই হজমেও সাহায্য করে এবং স্বাস্থ্যকর একটি খাবার। কিন্তু কিছু খাবার রয়েছে যেগুলি দইয়ের সঙ্গে খেলেই হবে পারে বিপত্তি।

 

চলুন জেনে কোন খাবার গুলি:

 

মাছ

মাছ এবং দই এক পাতে খেতে নেই। দই হজমে সাহায্য করলে আদতে মাছ হজম করতে পারে না। তাই দই মাছ একত্রে খেলে হতে পারে হজমে গণ্ডগোল।

 

তৈলাক্ত খাবার

অতিরিক্ত তেল জাতীয় খাবার খেয়ে চট করে দই খেয়ে ভাবছেন ভালো খারাপ খাবারে কাটাকাটি হলো? মোটেও না হতে পারে পেটের অসুখ।

 

দুধ

দুধ থেকেই দই তৈরি করা হলেও দই আর দুধ একত্রে খেতে নেই। হজম হবেনা একেবারেই। তাই দই আর দুধ একত্রে না খাওয়াই শ্রেয়।

 

পেঁয়াজ

পেয়াজ আর দই একত্রে খেতে নেই। পেয়াজ শরীর গরম হয়ে ওঠে, আর দই করে ঠাণ্ডা। দুটি খাবার একত্রে খেলে শরীর খারাপ হতে পারে।

 

 

আরো পড়ুন

আমজাদকে বাঁচাতে এগিয়ে আসুন

ইসরায়লে সাইরেন শুনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দৌড়ে পালালেন

আয়ারল্যান্ডে পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ৭

অনলাইন ডেস্ক