লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের ফলে ক্ষতিগ্রস্তদের সহানুভূতি জানালেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কল।
বিবিসি জানিয়েছে, এই দম্পতি পাসাডেনায় স্থানীয়দের সঙ্গে দেখা করেছেন। তারা পাসাডেনা কনভেনশন সেন্টার পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আলিঙ্গন করেন এবং তাদের অভিজ্ঞতার কথা শোনেন।
পরে তারা জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের সঙ্গেও কথা বলেন, যারা ইটনে দাবানল নিয়ন্ত্রণে দিনরাত কাজ করে যাচ্ছেন। ইটন দাবানল এ পর্যন্ত প্রায় ১৪,০০০ একর ভূমি পুড়িয়ে দিয়েছে, তবে মাত্র ৩ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
মেগান ও হ্যারি তাদের মোন্টেসিটোতে অবস্থিত বাড়িতে কয়েকজন বন্ধুকে আশ্রয় দিয়েছেন, যাদের বাড়ি দাবানলে ধ্বংস হয়েছে বলে জানা গেছে। মোন্টেসিটো সান্তা বারবারার নিকটবর্তী একটি এলাকা, যা লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে অবস্থিত।
প্রসঙ্গত, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে লাগা দাবানলকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হিসেবে ধরা হচ্ছে। লাখ লাখ বাসিন্দা তাদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস এবং অন্যান্য জরুরি সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে দাবানলের কারণে সৃষ্ট পরিবেশগত ক্ষতি ও ধোঁয়ার প্রভাব আরও দীর্ঘমেয়াদি হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।
সূত্রঃ বিবিসি
এম.কে
১১ জানুয়ারি ২০২৫