5.5 C
London
December 26, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

দুর্গাপূজার আগে ভারতের বাজারে যাচ্ছে ১,২০০ টন ইলিশ মাছ

বাংলাদেশ ছয় বছর ধরে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছে। ২০২৫ সালের দুর্গাপূজা উপলক্ষে এবারও ভারতীয় বাজারে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী রপ্তানিকারকরা ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে হার্ড কপিতে আবেদন দাখিল করতে পারবেন। আবেদনের সঙ্গে ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর ও ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। গত পাঁচ বছরের তথ্য অনুযায়ী, রপ্তানি হওয়া ইলিশ মোট উৎপাদনের মাত্র ০.২৯ শতাংশ। অনুমোদিত পরিমাণের তুলনায় বাস্তবে অনেক কম মাছ ভারতে যায়। উদাহরণস্বরূপ, গত বছর ৩,৯৫০ টনের অনুমোদনের বিপরীতে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে মাত্র ৮০২ টন ইলিশ রপ্তানি হয়।

ইলিশ রপ্তানির প্রথম অনুমোদন দেওয়া হয় ২০১৯ সালে। প্রথম তিন চালান প্রতি কেজি ৬ ডলার দরে পাঠানো হয় বেনাপোল স্থলবন্দর দিয়ে। পরে দাম বেড়ে ১০ ডলার পর্যন্ত উঠে। ২০১৯-২০ অর্থবছরে ৪৭৬ টন রপ্তানি হয়ে আয় হয়েছিল ৩৯ লাখ ডলার, ২০২০-২১ অর্থবছরে ১,৬৯৯ টন রপ্তানি করে আয় হয়েছে ১ কোটি ৬৪ লাখ ডলার। ২০২৩-২৪ অর্থবছরে ৮০২ টন রপ্তানি থেকে আয় হয়েছে ৮০ লাখ ডলার।

সূত্রঃ এনবিআর

এম.কে
০৮ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

বিএনপি ও আওয়ামীলীগের বালু সম্রাট ও পানি সম্রাটের দাপটে ধলাই সেতু হুমকির মুখে

জামায়াতের উত্থান, বিএনপির দুর্বলতাঃ বাংলাদেশ নিয়ে দিল্লি-ওয়াশিংটনের হিসাব

প্রখ্যাত আলেমেদ্বীন আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত