TV3 BANGLA
বাংলাদেশ

দেশের বিভিন্ন জেলায় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা

শুধু আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও দাবি আদায়ের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশকে পুনর্গঠনেও হাত লাগিয়েছে দেশের ছাত্র-জনতা।

শিক্ষার্থীদের এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে হওয়া ছাত্র আন্দোলন ক্রমে একটি গণ অভ্যুত্থানে রূপ নেয়। এর ফলে দীর্ঘ ১৫ বছর দেশ শাসন করা শেখ হাসিনা সোমবার পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়।

ছাত্র-জনতার আন্দোলনের পর সরকারের পতন হওয়ার সাথে সাথে উদ্ভুত এই পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি ভেঙ্গে পড়েছে সড়কের ট্রাফিক ব্যবস্থাপনাও।

প্রায় সারাদেশে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেক পুলিশ সদস্য। এর জেরে গত দুইদিন সারা দেশের থানাগুলো ছিল পুলিশশূন্য। এমনকি সড়কেও দেখা মেলেনি কোনো ট্রাফিক পুলিশের।

এমন পরিস্থিতিতে শুধু আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও দাবি আদায়ের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে দেশকে পুনর্গঠনেও হাত লাগিয়েছে দেশের ছাত্র-জনতা।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন সাধারণ মানুষও।

এম.কে
০৭ আগস্ট ২০২৪

আরো পড়ুন

ভারতের মতো টুকরো মাংস বা ৫০ গ্রাম হিসেবে মাংস বিক্রি শুরু বাংলাদেশেও

প্রাথমিক বিদ্যালয়ে শপথবাক্য পরিবর্তন, পুরোনোটি পাঠের নির্দেশ

সাবেক মন্ত্রী শাজাহান খান গ্রেফতার