16.4 C
London
September 19, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

নগদ খোকনের নামে জমেছে অভিযোগের পাহাড়

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব-১ (ডিপিএস) আশরাফুল আলম খোকনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সচিব খোরশেদা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগের বিষয়ে দুদকের চিঠিতে বলা হয়, ২০১৩ সালের ১৮ আগস্ট স্বর্ণ ও মুদ্রা চোরাচালান সিন্ডিকেট পরিচালনা, ম্যাক্স গ্রুপ ও নগদের মতো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা গ্রহণ, ভিওআইপি ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত শত কোটি টাকা অর্জন করেছেন।

দুদক সূত্রটি জানায়, সাবেক এই ডিপিএস বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। নিজের পদ ও ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দেশের বাইরে নামে-বেনামে অঢেল সম্পদের মালিকানা অর্জন করেছেন। এছাড়া তার নিজের এবং পরিবারের নামে মেট্রো-ঘ-১৭-৪১৭৭ (ল্যান্ড ক্রুজার), ঢাকা মেট্রো-ঘ-১৮-২৫৭২ (টয়োটা-রাশ), ঢাকা মেট্রো-ঘ-১১-০০৭৭ (মিতসুবিশি পাজেরো জিপ) ও ঢাকা মেট্রো-গ-৩৫-৭৬২৭ (কার স্যালুন) রয়েছে।

সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম খোকন ২০১৩ সালে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে যোগদান করেন। এর আগে তিনি চ্যানেল আইয়ের নর্থ আমেরিকার করেসপনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ২০২১ সালে খোকনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এম.কে
২০ আগস্ট ২০২৪

আরো পড়ুন

সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেপ্তার

টুকু-পলক-সৈকতকে তোলা হবে আদালতে, রিমান্ড চাইবে পুলিশ

আমরা আপনার সরকারের সাথে কাজ করতে উন্মুখঃ ড. ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রী