14.4 C
London
March 30, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডার্ন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী মাসের শুরুতেই পদত্যাগ করবেন তিনি, অংশ নেবেন না পুনর্নির্বাচনেও।

২০১৭ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী সরকারপ্রধান হওয়ারও মাইলফলক অর্জন করেছিলেন তিনি। ২০২০ সালে দেশটির ৫৩তম জাতীয় নির্বাচনে ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন জ্যাসিন্ডা।
এক বিবৃতিতে জ্যাসিন্ডা বলেন, ‘আমার ভবিষ্যৎ বিবেচনা করার জন্য গ্রীষ্মের ছুটি বেছে নিয়েছিলাম। ভেবেছিলাম এই সময়ের মধ্যে আমার যা যা প্রয়োজন, তা খুঁজে পাবো। কিন্তু দুর্ভাগ্যবশত পাইনি। এ মুহূর্তে আমি যদি দায়িত্ব পালন অব্যাহত রাখি, তা হলে তা দেশের জন্য ভালো হবে না।’
জ্যাসিন্ডার দল লেবার পার্টি দুই বছর আগে দেশটির সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা বেড়েছে। এদিকে প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা জানিয়েছেন, ২০২৩ সালের ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: বিবিসি

আরো পড়ুন

যুক্তরাজ্যে বিবি স্টকহোম বার্জের পানি ব্যবস্থাপনায় কেলেঙ্কারি

মরিশাসকে চাগোস ফেরত দিতেই যুক্তরাজ্যের কাছে ফকল্যান্ড চাইল আর্জেন্টিনা

যুদ্ধবিরতির খবরে উল্লাসে ফেটে পড়ল গাজা