13.3 C
London
December 19, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

নিজ দলের চেয়ারম্যান ও মন্ত্রীকে বরখাস্ত করলেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক কর সংক্রান্ত গুরুতর আইন লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাসীন কনজারভেটি পার্টির চেয়ারম্যান ও দফতর বিহীন মন্ত্রী নাদিম জাহাবিকে বরখাস্ত করেছেন। গত বছর ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতা চলার সময় অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

আয়কর না দেওয়ায় চ্যান্সেলর থাকা অবস্থায় এইচএমআরসির কাছে জরিমানা দিয়েছিলেন জাহাবি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। স্বাধীন তদন্ত শেষ হওয়ার পর বরখাস্ত কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান জাহাবিকে এক চিঠিতে সুনাক লিখেছেন, ‘আপনি স্পষ্টভাবে মন্ত্রীত্বের কোড গুরুতর লঙ্ঘন করেছেন এবং আপনাকে সরকার থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসের নেতৃত্বে তদন্তে এসেছে, জাহাবি লিজ ট্রাসের পর ঋষি সুনাকের মন্ত্রিসভায় নিযুক্ত হন। সেই সময় ব্রিটিশ কাস্টমস কর্তৃপক্ষকে (এইচএমআরসি) জরিমানা দেন। বিষয়টি তিনি তখন প্রকাশ করেননি, যা মন্ত্রীত্ব কোডের লঙ্ঘন। সূত্র: বিবিসি

আরো পড়ুন

লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

অনলাইন ডেস্ক

তিস্তার জলের ভাগ চাইলেন আব্দুল মোমেন

৪৮ ইন্টারনেট সেবাদাতার লাইসেন্স বাতিল করলো বিটিআরসি