14.9 C
London
April 19, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

নিজের সন্তানদের বিরাট বাহিনী গড়তে মরিয়া ইলন মাস্ক

ধনকুবের ইলন মাস্ক নিজের সন্তানদের বিরাট বাহিনী গড়ে তুলতে আগ্রহী! নিজের ইচ্ছেপূরণে তারই প্রতিষ্ঠিত সোশাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মকে ব্যবহার করছেন মাস্ক। মার্কিন সংবাদপত্র ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুসারে, ইতিমধ্যেই একাধিক মহিলার সঙ্গে যোগাযোগ করেছেন মাস্কের কর্মীরা। বিপুল আর্থিক সহায়তার বদলে বিশেষ চুক্তি করে এই ধনকুবেরের সন্তান ধারণ করতে হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে একাধিক মহিলাকে।

ট্রাম্প প্রশাসনের অন্যতম স্তম্ভ মাস্ক মনে করেন, বিশ্বজুড়ে কমছে সন্তান জন্মের হার। ফলে ধ্বংস হয়ে যেতে পারে মানবসভ্যতা। তাই বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যক্তিদের উচিত যত বেশি সম্ভব সন্তানের জন্ম দেওয়া। এতেই মানবজাতি সুরক্ষিত থাকবে বলে মত এই ধনকুবেরের।

এখনও পর্যন্ত মাস্ক ১৪ জন সন্তানের জন্ম দিয়েছেন। চার মহিলার গর্ভে জন্ম নিয়েছে তার সন্তানরা। যদিও ঘনিষ্ঠরাই দাবি করেন যে, বাস্তবে মাস্কের সন্তানের সংখ্যা অনেক বেশি।

‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর দাবি, জাপানের এক উচ্চপদস্থ মহিলাকেও নিজের বীর্য দান করেছেন টেসলা কর্তা। মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ার দাবি করেছিলেন যে, তিনি গত বছরের সেপ্টেম্বর মাসে মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন। সেই অ্যাশলে সেন্ট ক্লেয়ারকেই ফের গর্ভবতী করার কথা বলেছেন মাস্ক।

আরও এক ইনফ্লুয়েন্সার টিফানি ফং-য়ের দাবি, মাস্কের সন্তানের জন্ম দেওয়ার প্রস্তাব এসেছিল তার কাছেও। বিষয়টি নিয়ে সরব হওয়ার পরেই স্যোশাল মিডিয়ায় তাকে আনফলো করে দিয়েছেন ধনকুবের। একাধিক মহিলা দাবি করেছেন, মাস্কের তরফে খুব গোপনে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। জানা গিয়েছে, চুক্তি অনুসারে সন্তান ধারণ করলেও বাবা হিসাবে মাস্কের নাম প্রকাশ্যে আনা যাবে না। মাস্কের সন্তানের জন্মদাত্রী অ্যাশলেকে প্রাথমিকভাবে প্রতি মাসে ১ লক্ষ মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু মাস্কের পরিচয় প্রকাশ করার জেরে সেই সাহায্যের পরিমাণ নেমে এসেছিল ২০ হাজার মার্কিন ডলারে।

সূত্রঃ দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

এম.কে
১৮ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

ইসলাম নিয়ে কটূক্তি করায় বিচারের দাবিতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিমের যাত্রা

হোম অফিসকে যেভাবে আনন্দময় করে তুলতে পারবেন

অনলাইন ডেস্ক

দুবাইয়ে বিদেশিদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি