4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

নিরপরাধ মানুষ হত্যার দায়ে ক্ষমা চাইলেন বরিস জনসন

নর্দার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে ৪০ বছর আগের ঘটনা নিয়ে এক সদস্যের বিচারবিভাগীয় তদন্ত কমিটির রায় সামনে আসার পরই ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

 

কমিটির রায়, বেলফাস্টে মৃত ১০ জনের মধ্যে নয়জনই নিরপরাধ ছিলেন। তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। ব্রিটিশ সেনা অন্যায়ভাবে তাদের হত্যা করে।

 

কমিটির প্রধান হাইকোর্টের বিচারপতি কিগানের মতে, বিক্ষোভকারীরা সম্পূর্ণ নিরপরাধ ছিলেন। তারা কোনো সহিংসতা করেননি। মৃতদের মধ্যে একজন দ্বিতীয় মহাযুদ্ধের যোদ্ধা, একজন ক্যাথলিক ধর্মযাজক এবং একজন আট বছর বয়সী সন্তানের মা-ও ছিলেন। তাদের পরিবার কয়েক দশক ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই করছিলেন। ওই বিক্ষোভকারীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন।

 

কমিটির রায় আসার পরেই জনসন প্রথমে উত্তর আয়ারল্যান্ডের মন্ত্রীদের সঙ্গে কথা বলেন। তারপর তার মুখপাত্র জানান, ব্রিটিশ সরকারের হয়ে জনসন ক্ষমা চেয়েছেন। সেনা নিরপরাধ মানুষকে হত্যা করেছে বলে যেমন ক্ষমা চেয়েছেন, তেমনই এতদিন দেরি হওয়ার জন্যও ক্ষমা চেয়েছেন।

 

১৯৭১ সালের ৯ থেকে ১১ আগস্টের মধ্যে পাঁচটি আলাদা ঘটনায় তাদের হত্যা করা হয়।

 

১৪ মে ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

এখনও করোনার ভয়ংকর রূপ দেখা বাকি: বিল গেটস

লন্ডনের আন্ডারগ্রাউন্ড বিকল করা ধর্মঘট আসছে

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

নিউজ ডেস্ক