5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

নিষেধাজ্ঞার পরও যুক্তরাষ্ট্র সফরের তালিকায় আইজিপি বেনজির

নিষেধাজ্ঞার পরও যুক্তরাষ্ট্র সফরের তালিকায় নাম রয়েছে বর্তমান পুলিশ প্রধান ড. বেনজির আহমেদের।

 

চলতি বছরের ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের পুলিশ সামিটে যোগ দেয়ার তালিকায় সরকারি নথিতে নাম রয়েছে এ আইজিপির। ৪ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি সরকারি আদেশে এই তথ্য জানা যায়।

 

তালিকায় আরও রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নথিতে বলা হয় সকল খরচ বহন করবে পুলিশের পাবলিক সিকিউরিটি ডিভিশন।

 

সামিটে অংশ নিতে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ৬ সদস্যের প্রতিনিধি দলের। ৩ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে সামিটে অংশ নেয়া প্রতিনিধি দলের। এতে আরও বলা হয় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জিও ইস্যু করা হয়েছে।

 

উল্লেখ্য গত বছরের ১০ ডিসেম্বর র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান আইজিপি ড. বেনজির আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন পররাষ্ট্র ও রাজস্ব বিভাগ।

 

৫ আগস্ট ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

৩৫০টি কোর্স বিনামূল্যে দিচ্ছে মাইক্রোসফট ও লিংকডইন

অনলাইন ডেস্ক

মিডিয়া মোগল রুপার্ট মারডকের নতুন প্রেম

যুক্তরাজ্যে এ মাসে কার্যকর হওয়া নতুন আইনগুলো

অনলাইন ডেস্ক