16.3 C
London
July 16, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

নেতানিয়াহু চিরকাল ক্ষমতায় টিকে থাকার জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছেনঃ ক্লিনটন

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছেন, কারণ এভাবে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন।

‘দ্য ডেইলি শো’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি আমাদের এটি (যুদ্ধ) প্রশমিত করার চেষ্টা করা উচিত। আমি আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন।

ক্লিনটন মূলধারার পশ্চিমা আলোচনায় প্রায়শই উপেক্ষা করা একটি মূল বিষয়ের দিকেও দৃষ্টি আকর্ষণ করেন যে, ফিলিস্তিনি রাষ্ট্রের ‘পদ্ধতিগত অস্বীকার’। তিনি বলেন, ‘তারা মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার কথা বলছে না কারণ নেতানিয়াহুর অধীনে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। এখন তারা এতটাই বিভক্ত এবং চূর্ণবিচূর্ণ যে, তারা এটি অর্জনের জন্য নিজেদের সংগঠিত করতে পারছে না।’

ক্লিনটন পরমাণু বিস্তার রোধকে সমর্থন করেন বলেও জানান। সেই সঙ্গে অরক্ষিত বেসামরিক নাগরিকদের ওপর মার্কিন ও ইসরায়েলি অভিযানের ফলে সৃষ্ট রক্তপাতের নিন্দা করেন।

তিনি বলেন, ‘আমি কি মনে করি যে ইরানকে পারমাণবিক অস্ত্র রাখা থেকে বিরত রাখার জন্য আমাদের চেষ্টা করা উচিত? আমি (মনে) করি। কিন্তু আমাদের এমন সব বেসামরিক নাগরিকদের হত্যা করার দরকার নেই যারা নিজেদের রক্ষা করতে পারে না এবং তারা কেবল বেঁচে থাকার সুযোগ চায়।’

সূত্রঃ দ্য ডেইলি শো

এম.কে
২১ জুন ২০২৫

আরো পড়ুন

সৈন্যের জন্য মরিয়া ইউক্রেন, পাসপোর্ট জব্দ, মানসিক প্রতিবন্ধীকেও নিয়োগের চেষ্টা

প্রথমেই কেন সৌদি আরব যেতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ইসলামের দ্রুত প্রসার, ২০৫০ সালের মধ্যে দ্বিগুণের বেশি হবে মুসলমানরা