ইজি জেট ফ্লাইটে স্কটিশ এক নারীকে ধর্ষণের চেষ্টার দায়ে ৪৫ বছর বয়সী ইতালীয় নাগরিক নিকোলা ক্রিস্তিয়ানো দোষী সাব্যস্ত হয়েছেন। ১৩ মে নেপলস থেকে এডিনবরা যাওয়ার রাতের ফ্লাইটে তিনি নিজের আসন পরিবর্তন করে ওই নারীর পাশে বসেন। আইনগত কারণে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। আদালতে জানানো হয়, ভুক্তভোগী ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেছেন এবং অ্যাবারডিনশায়ারের বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, ক্রিস্তিয়ানো নারীকে ওয়াইন দেওয়ার প্রস্তাবের পর জোরপূর্বক তার হাত ও মাথা নিজের উন্মুক্ত গোপনাঙ্গের দিকে নেওয়ার চেষ্টা করেছিলেন। ভিডিও ও ফরেনসিক প্রমাণে দেখা গেছে, ভুক্তভোগীর গালে অভিযুক্তের বীর্যের চিহ্ন পাওয়া গেছে।
ক্রিস্তিয়ানো দাবি করেছিলেন, শুরুতে নারী সম্মতি দিয়েছিলেন, পরে মত পরিবর্তন করেন। তবে জুরি সংখ্যাগরিষ্ঠ রায়ে ক্রিস্তিয়ানোকে দোষী সাব্যস্ত করে। আদালতে এক সহযাত্রী ও কেবিন ক্রুর সাক্ষ্য বিষয়টি সমর্থন করেছে।
ঘটনার সময় ক্রিস্তিয়ানো নারীটিকে টয়লেটে যেতে ইশারা করেছিলেন। নারী প্রথমে যাবেন বলে রাজি হলেও সুযোগে কেবিন ক্রুকে ঘটনার তথ্য জানান। একজন কেবিন ক্রু বলেন, ভুক্তভোগী নারী দৃশ্যত অত্যন্ত বিচলিত ছিলেন।
ক্রিস্তিয়ানো সাক্ষ্যে স্বীকার করেন, তিনি ভুক্তভোগী নারীর সঙ্গে যৌন সংস্পর্শ করেছেন। তিনি বলেন, “সে আমাকে উসকে দিয়েছে। সে আমাকে উত্তেজিত করেছে।”
বিচারক অ্যালিসন স্টার্লিং জানিয়েছেন, এই মামলা ছিল কঠিন ও উদ্বেগজনক। স্কটিশ আইনি ব্যবস্থায় ‘নট প্রুভেন’ রায় বাতিল হওয়ায় নতুন ব্যবস্থার অধীনে এটি প্রথমবারের মতো রায়প্রদান হওয়া মামলার মধ্যে একটি। বিচারক বলেন, “আজ নতুন ব্যবস্থার অধীনে রায় দেওয়া হচ্ছে—আপনারা ইতিহাস গড়ার অংশীদার।”
ক্রিস্তিয়ানোকে হেফাজতে রাখা হয়েছে এবং ৬ ফেব্রুয়ারি এডিনবরার হাইকোর্টে সাজা ঘোষণার আগে তার পটভূমি সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রঃ বিবিসি
এম.কে

