কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অস্কার আরিয়াস জানিয়েছেন, তার মার্কিন ভিসা বাতিল করা হয়েছে।
৮৪ বছর বয়সি আরিয়াস বলেন, মার্কিন কর্তৃপক্ষ তার ভিসা বাতিলের কারণ উল্লেখ করেনি। তবে তিনি মনে করেন, এটি তার চীনপন্থি নীতির কারণে হতে পারে।
সান জোসেতে এক সংবাদ সম্মেলনে আরিয়াস বলেন, ‘আমি ভিসা বাতিলের কারণ জানি না। মার্কিন সরকার থেকে মাত্র কয়েক লাইনের একটি ই-মেইল পেয়েছি’।
তার ধারণা, এই সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নয় বরং মার্কিন পররাষ্ট্র দপ্তর নিয়েছে।
ভিসা বাতিলের সম্ভাব্য কারণঃ
• ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা: কয়েক সপ্তাহ আগে, তিনি ট্রাম্পকে ‘রোমান সম্রাটের মতো আচরণ’ করার অভিযোগ এনে সমালোচনা করেছিলেন।
• চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন: ২০০৭ সালে আরিয়াস কোস্টারিকার প্রেসিডেন্ট থাকাকালে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন।
কোস্টারিকার রাজনীতিতে মার্কিন প্রভাবঃ
• কোস্টারিকার বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো চাভেস চীনের প্রভাব কমাতে মার্কিন নীতিকে সমর্থন করেছেন।
• আরিয়াস এর আগে বলেছেন, আমার সরকারের সময় কোস্টারিকা কখনো ওয়াশিংটনের নির্দেশ মানেনি। যেন আমরা কোনো ‘ব্যানানা রিপাবলিক’।
এদিকে, আরিয়াসই একমাত্র ব্যক্তি নন, যাদের মার্কিন ভিসা বাতিল হয়েছে। কোস্টারিকার জাতীয় পরিষদের তিন সদস্যেরও ভিসা বাতিল করা হয়েছে। এই তিনজন ফাইভ-জি উন্নয়ন প্রকল্প থেকে চীনা কোম্পানিগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন।
মূলত এই ঘটনা চীন-মার্কিন কূটনৈতিক দ্বন্দ্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সূত্রঃ বিবিসি
এম.কে
০৪ এপ্রিল ২০২৫