16.1 C
London
September 15, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

পথচারীদের প্রাধান্য দিতে লন্ডনের সড়কে লাল ট্রাফিক বাতি

লন্ডনকে বিশ্বের সর্বাধিক হাঁটার যোগ্য শহর হিসাবে গড়ে তুলতে রিচমন্ডে পথচারী ক্রসিংয়ে একটি নতুন গ্রিন লাইট সিস্টেম ইনস্টল করা হয়েছে। কোন গাড়ি না আসা পর্যন্ত ট্র্যাফিক সিগন্যাল পথচারীদের জন্য সবুজ আলো দেখাবে।

 

পথচারীদের রাস্তা পার করা সহজ করার লক্ষ্যে লন্ডন জুড়ে ১৮ টি নতুন ‘গ্রিন পারসন অথরিটি’ ক্রসিং করা হচ্ছে। ইতোমধ্যে কুইন্স রোডে এবং নিউপোর্ট রোডে ইনস্টল করা হয়েছে এটি। জুন মাসের শেষের দিকে রেড লায়ন স্ট্রিট এবং চার্চ টেরেসে আরো দুইটি স্থাপন করার কথা রয়েছে।

 

লন্ডন ওয়াকিং এবং সাইক্লিং কমিশনার উইল নরম্যান বলেন, পথচারীদের অগ্রাধিকার দিলে লন্ডনের রাস্তাগুলো তাদের জন্য অতিক্রম করা অনেক সহজ হয়ে উঠবে।

 

তিনি বলেন, আমরা অতিরিক্ত ফুটপাতের জায়গা তৈরি এবং রোড ওয়ার্কগুলো এমনভাবে পরিচালিত করবো যাতে পথচারীদের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে। আমরা আমাদের শহরটিকে বিশ্বের সর্বাধিক চলাচল যোগ্য শহর হিসেবে গড়ে তুলবো।

 

ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল) এর লক্ষ্য লন্ডনের পরিবহন নেটওয়ার্ককে আরো টেকসই করা এবং সবুজ লন্ডনকে পুনরুদ্ধার করা।

 

মহামারির ভিতরে পায়ে হেঁটে ভ্রমণের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে, এই বছরের শুরুর দিকের টিএফএল থেকে এমন তথ্য পাওয়া গেছে।

 

সূত্র: আইবিসি
২৯ মে ২০২১
এসএফ

আরো পড়ুন

ইউক্রেন যুদ্ধ চলতে পারে কয়েক দশকঃ মেদভেদেভ

যুক্তরাজ্যের স্পেশাল ফোর্সের ভেটোতেই জীবনহানিঃ আফগান কমান্ডোদের আবেদন বাতিল নিয়ে তোলপাড়

ইংল্যান্ডে ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষা