শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শনিবার তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ড. আসিফ নজরুল ফেসবুক লাইভে এসে বলেন, প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসেছে। এটি যথাযথ পদক্ষেপের জন্য দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। আশা করব, কয়েক ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আরও বলেন, ‘আমরা শুধু প্রধান বিচারপতির পদত্যাগপত্রই পেয়েছি। অন্যদের বিষয়ে আপডেট নেই।’ এ সময় সবাইকে শান্ত থাকতে এবং দেশের সম্পদ নষ্ট না করতে আহ্বান জানান তিনি।
এম.কে
১০ আগস্ট ২০২৪