20.2 C
London
July 16, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

পার্সোনাল ইন্ডিপেনডেন্স পেমেন্ট নিয়ে লেবার সরকারে বিদ্রোহ

যুক্তরাজ্যের লেবার সরকারের পরিকল্পিত ভাতা সংস্কার ঘিরে পার্লামেন্টে বড় ধরনের বিদ্রোহ দেখা দিয়েছে। পার্সোনাল ইন্ডিপেনডেন্স পেমেন্ট (PIP) — যা প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিদের জন্য জীবনযাপনের অতিরিক্ত খরচ সামলাতে সহায়তা করে — সেটির যোগ্যতা কঠোর করার সিদ্ধান্তের বিরুদ্ধে ১০০-এর বেশি লেবার এমপি সংসদে সংশোধনীতে সই করেছেন।

ল্যাঙ্কাস্টারের চ্যান্সেলর প্যাট ম্যাকফাডেন এক সাক্ষাৎকারে বলেন, “প্রতিদিন ১,০০০ মানুষ PIP গ্রহণ করছেন — এটা প্রতি বছর লেস্টারের মতো একটি শহরের সমান।” তার দাবি, “কল্যাণ ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তা এড়ানো যাচ্ছে না।”

২০১৩ সালে চালু হওয়া PIP বর্তমানে ইংল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডে প্রযোজ্য। এটি কর্মক্ষম বয়সী অসুস্থ বা প্রতিবন্ধী নাগরিকদের জন্য একটি অর্থনৈতিক সহায়তা। সরকার চাইছে এই সুবিধার যোগ্যতা কঠোর করে বছরে ৫ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে।

তবে বিদ্রোহী এমপিরা বলছেন, এই প্রস্তাবগুলো প্রতিবন্ধী ব্যক্তি বা তাদের অভিভাবকদের সঙ্গে কোনও রকম আলোচনা বা যৌথ পরিকল্পনা ছাড়াই আনা হয়েছে। একটি ‘কারণযুক্ত সংশোধনী’ উত্থাপিত হয়েছে যা বিলটির দ্বিতীয় পাঠ আটকে দিতে পারে।

এই সংশোধনী অনুমোদনের বিষয়টি স্পিকার লিন্ডসে হোয়েলের উপর নির্ভর করছে এবং অন্যান্য বিরোধী দলের সমর্থন না পেলে তা পাস হবে না। তবে এত সংখ্যক এমপির স্বাক্ষর সরকারে সংকেত দিচ্ছে যে কিয়ার স্টারমারের নেতৃত্ব কঠিন চাপে পড়তে পারে।

মন্ত্রীরা সতর্ক করে দিয়েছেন, এই সংস্কার বন্ধ বা দুর্বল হলে র‍্যাচেল রিভসের বাজেট ভারসাম্য পরিকল্পনায় কয়েক বিলিয়ন পাউন্ডের ঘাটতি দেখা দিতে পারে।

এদিকে প্রতিবন্ধী অধিকারকর্মীরা বলছেন, “লেবার আমাদের একজন ভিখারির চোখে দেখছে। আমরা অবমানিত বোধ করছি।” দেশজুড়ে প্রতিবাদ চলছে, আর প্রশ্ন উঠেছে — অর্থ সাশ্রয়ের নামে কি মানবিকতা বিসর্জন দিচ্ছে সরকার?

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২৪ জুন ২০২৫

আরো পড়ুন

বিশ্বজুড়ে ৩০ ব্যক্তির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে নেট মাইগ্রেশন অর্ধেকে নেমে এসেছে: স্টারমার সরকারের জন্য স্বস্তির বার্তা

শামীমার ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পাওয়ার দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ