6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

‘পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে’

পোল্যান্ড গেলে নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে জানিয়েছে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়াডিস্লো বার্তোসজিউস্কি। শুক্রবার আউশভিৎস মুক্তির ৮০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে দেশটির সংবাদমাধ্যম রেজচপসপলিতাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

বার্তোসজিউস্কি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাথে আমাদের সাথে চুক্তি রয়েছে। সে অনুযায়ী ইসরাইলি প্রধানমন্ত্রী যদি পোল্যান্ড আসেন, আমরা তাকে গ্রেফতার করে আইসিসির হাতে তুলে দেব।

উল্লেখ্য, গত বছর নভেম্বরে যুদ্ধাপরাধের দায়ে আইসিসির আদালতে অভিযুক্ত হন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এরপর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। সেজন্য যে সব দেশ রোম সংবিধিতে স্বাক্ষর করেছে, তাদের আইনত আইসিসি গ্রেফতারি পরোয়ানা মেনে চলতে হয়। এরই ভিত্তিতে পোল্যান্ড এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

সূত্রঃ জেরুসালেম পোস্ট

এম.কে
২৩ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

বিনা খরচে হজ করবে গাজায় হতাহতদের পরিবার, সৌদি বাদশাহর নির্দেশ

নিউজ ডেস্ক

তেহরানের হুমকির পর ইরানি টিভি চ্যানেল লন্ডন সদর দপ্তর বন্ধ করে দিয়েছে

স্কুলে মোবাইল ফোন বন্ধে আসছে নতুন নিষেধাজ্ঞা