5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
শীর্ষ খবর

প্রথম সমুদ্রযাত্রার আগেই ভেঙে ফেলা হবে বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজ!

বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজটির জন্য যদি শেষ পর্যন্ত কোনো ক্রেতা খুঁজে না পাওয়া যায় তবে প্রথম সমুদ্রযাত্রার আগেই এটিকে ভেঙে ফেলা হতে পারে।  গ্লোবাল ড্রিম-টু নামের এই জাহাজটির দৈর্ঘ্য ৩৪২ মিটার। এতে একটি বিশাল আউটডোর ওয়াটারপার্ক এবং সিনেমাও রয়েছে। এটি নির্মাণে খরচ হয়েছে ১.২ বিলিয়ন পাউন্ড।

 

জাহাজটি নির্মাণ করেছে জার্মান-হংকং ফার্ম এমভি ওয়ের্ফটেন। চলতি বছরের কোম্পানিটি দেউলিয়া হওয়ার জন্য আবেদন করে। ততোদিনে জাহাজটির নির্মাণ প্রায় শেষ হয়ে গিয়েছিল।

 

কিন্তু বিশাল জাহাজটি এখন তার প্রথম সমুদ্রযাত্রার আগে স্ক্র্যাপ মেটালে পরিণত হবে। এমন করুণ পরিণতি এড়াতে নির্মাণ ব্যয়ের থেকেও কম মূল্যে বিক্রির চেষ্টা চলছে। ৯০০ মিলিয়ন পাউন্ডে জাহাজটি কেউ না কিনলে, তা ভেঙে বিক্রি করা হবে। এর ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশ বিক্রির জন্য রাখা হয়েছে। আর নিচের অংশটি স্ক্র্যাপ হিসেবে নিলামে তোলা হবে।

 

সমুদ্রযাত্রার পর গ্লোবাল ড্রিম-টু হতো ধারণক্ষমতার দিক থেকে বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ। এর ধারণ ক্ষমতা প্রায় ৯ হাজার। বর্তমানে এই রেকর্ডটি রয়্যাল ক্যারিবিয়ান লাইনার ‘ওয়ান্ডার অফ দ্য সিস’-এর রয়েছে, যার ধারণ ক্ষমতা ৬ হাজার ৯৮৮।

 

৪ সেপ্টেম্বর ২০২২
সূত্র: মিরর

আরো পড়ুন

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কাতারে বিশ্বকাপের অনেক শ্রমিকের বেতন এখনো বকেয়া

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রাক্তন বস(কুটি মিয়া) ইন্ডিয়া রেস্টুরেন্টে লিকুইডেশনে চলে গেছে!

নিউজ ডেস্ক