14.8 C
London
November 24, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়, গোপনে ভিডিও করায় এলডিপি নেতা বহিষ্কার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভায় গোপনে ভিডিও ধারণের দায়ে দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরকে সাময়িকভাবে বহিষ্কার করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

শনিবার (৩১ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

এলডিপির দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বিকাল ৫ টায় অন্তর্বতীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এর নেতৃতে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশগ্রহন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনভাবে দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের বক্তব্য রেকর্ড করেন দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির। যাহা গর্হিত অপরাধ। তার এই অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষনিকভাবে দল থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।

এছাড়াও কেন তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না— তা জানতে চেয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে যথাযথ কারন দর্শানোর নোটিশ জারি করা হয়।

এম.কে
০১ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের জান্নাতুল

ডাচ বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ছিনতাই

ধর্ষণ নিয়ে সালিশকে ফৌজদারি অপরাধ গণ্য করতে রিট আবেদন

অনলাইন ডেস্ক