1.4 C
London
November 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে দ্বিতীয় দফার ভোটেও এগিয়ে ঋষি সুনাক

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডের ভোটেও ঋষি সুনাক এগিয়ে আছেন।

 

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী দ্বিতীয় দফায় কনজারভেটিভ পার্টি সদস্যের সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন (১০১টি ভোট)। ভারতীয় বংশোদ্ভুত এই রাজনীতিবিদ বরিস জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে প্রথম দফায় ৮৮টি ভোট পেয়ে সবাইকে ছাড়িয়ে যান।

 

দ্বিতীয় দফায় ঋষি সুনাকের পর আছেন জুনিয়র ট্রেড মিনিস্টার পেনি মর্ডান্ট। তিনি পেয়েছেন ৮৩ ভোট। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস পেয়েছেন ৬৪ ভোট, ২৭ ভোট পেয়ে প্রধানমন্ত্রীর দৌড় থেকে বাদ পড়েছেন অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রাভারমান।

 

ভারতীয় বংশোদ্ভূত ৪২ বছর বয়সী ব্যবসায়ী ঋষি ২০১৫ সালে রিচমন্ড কেন্দ্রের কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ব্রিটেনের অর্থ মন্ত্রণালয়ের চিফ সেক্রেটারি ছিলেন তিনি। এরপর ২০২০ সাল থেকে সামলাচ্ছিলেন ব্রিটেনের চ্যান্সেলরের দায়িত্ব। অবশেষে গত মঙ্গলবার (৫ জুলাই) টুইটারে পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি।

 

১৫ জুলাই ২০২২
এনএইচ

আরো পড়ুন

করোনায় তিন নিউইয়র্কপ্রবাসীর মৃত্যু, যুক্তরাষ্ট্রে রেকর্ড আক্রান্ত

অনলাইন ডেস্ক

বার্সেলোনায় শীর্ষ জনপ্রিয় নাম ‘মোহাম্মদ’

ফেসবুকের বিরুদ্ধে বাংলাদেশ থেকে আইনি নোটিশ