10.9 C
London
February 23, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

প্রিন্স উইলিয়ামস কি হতে যাচ্ছেন ভবিষ্যৎ রাজা!

প্রোস্টেট অস্ত্রোপচারের কয়েক দিন পর ক্যান্সার ধরা পড়ে রাজা চার্লসের। আপাতত তিনি জনসম্মুখে সব ধরনের দায়িত্ব পালন বিরত আছেন। এরপর থেকেই রাজতন্ত্রের ভবিষ্যত নিয়ে নানা রকমের প্রশ্ন উঠছে বলে জানিয়েছে জিও টিভি।

এর মধ্যেই নানা রকমের উড়ো কথা শোনা যাচ্ছে। জিও টিভির প্রতিবেদনে বলা হয় জল্পনা চলছে যে রাজা চার্লস দায়িত্ব ত্যাগ করতে পারেন ডেনমার্কের রানী দ্বিতীয় মার্গ্রেথের মতো। রাজা চার্লস তার বড় ছেলে প্রিন্স উইলিয়ামের কাছে সিংহাসন তুলে দিতে পারেন।

ইউনিভার্সিটি অফ টরন্টোর রাজকীয় ইতিহাসের প্রশিক্ষক ক্যারোলিন হ্যারিস ইউএসএ টুডেকে বলেছেন, চরম উদ্বেগজনক পরিস্থিতিতেই কেবল এটা সম্ভব। ক্যারোলিন হ্যারিস বিশ্বাস করেন যে রাজা চার্লসকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে অত্যন্ত অসুস্থ হতে হবে।

এদিকে, রাজা চার্লস এতো তাড়াতাড়ি সিংহাসন ত্যাগ করবেন না বলে মত প্রকাশ করেছেন রাজকীয় বিশেষজ্ঞরা।

এর আগে গতকাল ব্রিটেনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজা চার্লস। বিবিসির প্রতিবেদন অনুযায়ী তার ক্যানসারে আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর ব্রিটেনের মানুষের যে সহানূভুতি ও স্বান্তনা তিনি পেয়েছেন তাতে জনগণের প্রতি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজা চার্লস।

সূত্রঃ বিবিসি

এম.কে
১২ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

ব্রিটেনের যাত্রীদের কোয়ারেন্টিন ঘোষণা জার্মানির

অনলাইন ডেস্ক

আধুনিক দাসত্বঃ সুরক্ষা দিচ্ছে যুক্তরাজ্য

যান্ত্রিক ত্রুটির কারণে লন্ডনের টাওয়ার ব্রিজে যান চলাচল বন্ধ