7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

প্রিন্সেস ডায়ানার গাড়ি বিক্রি হলো সাড়ে ৬ লাখ পাউন্ডে

প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত ফোর্ড এসকর্ট আরএস মডেলের একটি গাড়ি নিলামে ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

 

বিবিসির খবরে বলা হয়েছে, ডায়ানা ১৯৮৫ সালের আগস্ট থেকে প্রায় ৩ বছর এই গাড়িটি ব্যবহার করেছিলেন। চেলসি এবং কেনসিংটনের বুটিক শপের কাছে এই গাড়িতে তার কিছু ছবি আছে।

সিলভারস্টোন অকশন গাড়িটি যুক্তরাজ্যের চেশায়ারের বিক্রেতার কাছে বিক্রি করেছে।

 

নিলাম আহ্বানকারী জোনাথন হাম্বার্ট বলেন, এই গাড়ির প্রতি মানুষের ব্যাপক আগ্রহ ছিল। এটির জন্য গত ১২ বছরের মধ্যে সবথেকে বেশি টেলিফোন কল পেয়েছেন বলে জানান তিনি।

 

তিনি জানান, ১ লাখ পাউন্ড থেকে ডাক শুরু হয়। এরপর দ্রুত দুবাই এবং কভেন্ট্রির প্রতিযোগীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষে চেশায়ারের ক্রেতা নিলাম জেতেন। এর আগে গত বছরের জুনে ডায়ানার আরেকটি ফোর্ড এসকর্ট গাড়ি ৫২ হাজার পাউন্ডে বিক্রি হয়।

 

২৮ আগস্ট ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নেতৃত্ব নিয়ে নতুন উদ্বেগ

World Cup 🏆 Cricket 🏏, live with the Trophy

ব্রিটিশ রাজমুকুটে ৪৪৪ রত্নসহ যা আছে