6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

ফাইনালে মাঠে ঢোকা সেই দর্শককে জেলে পাঠানো হয়েছে

বিশ্বকাপের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের ইনিংসের ১৪তম ওভারে নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়েন এক দর্শক। এসময় খেলা ৪৫ সেকেন্ড বন্ধ রাখতে হয়। গেঞ্জিতে ‘ফ্রি প্যালেস্টাইন’ এই বার্তা লেখা জার্সি পরা, হাতে প্যালেস্টাইনের পতাকা এবং মুখে প্যালেস্টাইনের পতাকা আঁকা মাস্ক পরে মাঠে ঢুকে পড়েন তিনি।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর কারণে সেই দর্শককে জেলে পাঠানো হয়েছে। তার পরিচয়ও মিলেছে। তার নাম ওয়েন জনসন। জাতিতে অস্ট্রেলিয়ান হলেও তিনি চাইনিজ-ফিলিপিনো বংশোদ্ভূত একজন নাগরিক। তাকে গ্রেফতার করে আহমেদাবাদের চান্দ খেদা পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।

খেলার মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। তবে রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে দর্শক ঢুকে পড়েছিলেন, তার উদ্দেশ্য শুধু পছন্দের খেলোয়াড়কে স্পর্শ করা নয়, বরং ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানানো।

টি-শার্টের পেছনের দিকে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’। সামনের দিকে লেখা ছিল-স্টপ বম্বিং প্যালেস্টাইন। ওই সমর্থক ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলিকে জড়িয়ে ধরার চেষ্টা করেন।

এম.কে
২০ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

প্রথমবারের মতো গাঁজার বাজারে পা রাখলো উবার

আইনি পদক্ষেপের পর রুয়ান্ডা ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

মেক্সিকোতে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী আটক

অনলাইন ডেস্ক