11.8 C
London
April 13, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের পরিকল্পনা গুরুত্বপূর্ণ পদক্ষেপঃ হামাস

আগামী জুন মাসের মধ্যে ফ্রান্সের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। পাশাপাশি এটিকে একটি ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবেও অভিহিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

হামাস কর্মকর্তা মাহমুদ মারদাউই এএফপিকে বলেছেন, ‘রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশ এবং (জাতিসংঘ) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ফ্রান্সের ন্যায্য সমাধানের পথকে প্রভাবিত করার এবং দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিন জনগণের আকাঙ্ক্ষা অর্জনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। ’

প্রসঙ্গত, গত বুধবার (৯ এপ্রিল) ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স-৫ টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেন, ‘আগামী জুন মাসে নিউইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করতে পারে ফ্রান্স। ’

ম্যাঁক্রো বলেন, ‘আমাদের অবশ্যই (ফিলিস্তিনকে) স্বীকৃতির দিকে যেতে হবে এবং এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব। আমাদের লক্ষ্য হলো- জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া। যেখানে আমরা একাধিক দেশের নেতাদের সঙ্গে বসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব।’

ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘আমি কাউকে খুশি করার জন্য এটি করছি না। আমি এটি করব, কারণ আমি মনে করি এক সময় এটি সঠিক হবে এবং আমি একটি যৌথ গতিশীলতাতে যুক্ত হতে চাই, যেটিতে যারা ফিলিস্তিনকে সমর্থন করেন, তারা এর বদলে ইসরাইলকে স্বীকৃতি দেবেন। যেটি তাদের অনেকেই করেন না।’

এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। তিনি বলেছেন, ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ‘ফিলিস্তিনের অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্রনীতির দিকে একটি সঠিক পদক্ষেপ হবে।’

সূত্রঃ এএফপি

এম.কে
১২ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

ডেঙ্গু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

নাটকীয়তা শেষে ওপেনএআইতে স্বপদে ফিরলেন স্যাম অল্টম্যান

সংসদে ‘জয় ফিলিস্তিন’ স্লোগান, আসাদউদ্দিন ওয়াইসিকে তলব