আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন মেটার সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, স্মার্টফোনের দিন অন্য অনেক প্রযুক্তিপণ্যের মতো খুব দ্রুত ফুরিয়ে আসছে। কবে আর কেনো সেটাও জানিয়েছেন তিনি।
এখন আর কেউ সেই আগের দিনের ফ্লপি ডিস্ক, সিডি বা বিভিন্ন মডেলের বিলাসবহুল বাটন ফোন ব্যবহার করে না। এখন স্মার্টফোনের যুগ। এই টাচ প্রযুক্তির স্মার্টফোন যে কত শত প্রযুক্তিপণ্যের জায়গা দখল করেছে তার হিসাব নেই।
এখন স্মার্টফোনেই পাওয়া যাচ্ছে ঘড়ি, ক্যামেরা, ক্যালেন্ডার, টিভি, মিউজিক প্লেয়ারের সুবিধা। কম্পিউটারের অনেক কাজই আমরা সহজেই স্মার্টফোনে করে ফেলছি। কিন্তু বলা হচ্ছে, খুব তাড়াতাড়িই ফুরাতে চলেছে এই স্মার্টফোনের দিন। আর তা বলেছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।
তথ্য ও যোগাযোগভিত্তিক প্রযুক্তি নিয়ে জাকারবার্গ যখন কিছু বলেন, তার প্রতি সবাই যেন গুরুত্ব না দিয়ে পারে না। আর জাকারবার্গ বলছেন, ২০৩০-এর দশকে স্মার্টফোনকে প্রতিস্থাপন করবে আরেকটি ডিভাইস। আর তার মতে সেটি হবে স্মার্টগ্লাস।
গত বেশ কিছুদিন ধরে স্মার্টগ্লাস নিয়ে মেতে আছেন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভেলপার মার্ক ইলিয়ট জাকারবার্গ। তিনি বলছেন, দ্রুত এমন সময় আসছে, পকেটের স্মার্টফোন যখন পকেটেই থাকবে। কারণ আপনি স্মার্টগ্লাস দিয়ে এর কাজগুলো আরও ভালোভাবে করতে পারবেন।
উল্লেখ্য, মেটা ছাড়াও ভিসনপ্রো অ্যাপলও স্মার্টগ্লাসের বিষয় গুরুত্ব সহকারে দেখছে। আর আরও অনেক নাম এই তালিকায় যোগ হচ্ছে।
স্মার্টগ্লাস বা স্মার্ট চশমা হলো চোখ বা মাথায় পরিধানযোগ্য কম্পিউটার যা ব্যবহারকারীকে দরকারি ক্ষমতা প্রদান করে। অনেক স্মার্টগ্লাসে এমন ডিসপ্লে অন্তর্ভুক্ত থাকে, যা পরিধানকারী যা দেখে তার পাশাপাশি তথ্য যোগ করে। বিকল্পভাবে, স্মার্টগ্লাসগুলোকে কখনো কখনো এমন চশমা হিসেবে সংজ্ঞায়িত করা হয়, যা তাদের দৃষ্টিসম্পর্কীয় বৈশিষ্ট্যগুরো পরিবর্তন করতে সক্ষম হয়, যেমন স্মার্ট সানগ্লাস, যেগুলোতে ইলেকট্রনিক উপায়ে রঙ পরিবর্তন করার প্রোগ্রাম করা থাকে।
একজোড়া স্মার্টগ্লাসকে একটি অগমেন্টেড রিয়েলিটি ডিভাইস হিসেবে বিবেচনা করা যেতে পারে, যদি এটি পোজ ট্র্যাকিং করে।
সূত্রঃ মানি কন্ট্রোল
এম.কে
১৮ নভেম্বর ২০২৪