ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর গ্রাভেলিনে প্রতিদিন শত শত অভিবাসীর ঢল জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। শহরটির উপ-মেয়র আলেন বোনফাস জানিয়েছেন, প্রতিদিন প্রায় ৩০০ জন অভিবাসী গ্রাভেলিন থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছে। এই অব্যাহত চাপের ফলে নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে।
উপ-মেয়র বলেন, একটি পরিবারে স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন, স্ত্রী দুই সন্তান নিয়ে একা বাস করেন। তিনি প্রতিনিয়ত ভয়ে থাকেন—ঘরে কেউ ঢুকে পড়বে কি না, অভিবাসীরা ঘোরাফেরা করছে কি না। পুলিশের ওপর চাপ এতটাই বেশি যে তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সাড়া দিতে পারছে না। ফলে বাসিন্দারা নিজেদের অসহায় মনে করছেন।
শহরের এক শিক্ষক জানান, আগে শিশুদের নিয়ে তিনি বালিয়াড়ির পাশে হাঁটতে যেতেন, এখন সেটিও বন্ধ করে দিয়েছেন। কারণ ওই এলাকায় অভিবাসীদের অস্থায়ী আশ্রয় বা ক্যাম্প গড়ে ওঠার আশঙ্কা থাকে। তিনি পুলিশের কাজের প্রশংসা করলেও বলেন, ঘোরাফেরার স্বাধীনতা ক্রমশ সীমিত হয়ে আসছে।
একটি পর্যটনশিবির পরিচালনাকারী ব্যক্তি জানান, পর্যটকদের মধ্যে অভিবাসী সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাব পড়েছে ব্যবসায়, যা গত কিছুদিনে ১০ শতাংশ পর্যন্ত কমে গেছে।
এই পরিস্থিতির মধ্যে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ অভিবাসন সংকট মোকাবিলায় একটি “একজন নিলে একজন ফেরত” ভিত্তিক নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছেন। এই চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্যে আসা কিছু অভিবাসীকে ইউরোপে ফেরত পাঠানো হবে, আর ইউরোপ থেকে এমন কিছু শরণার্থীকে গ্রহণ করা হবে যাদের সঙ্গে যুক্তরাজ্যের পারিবারিক বা সামাজিক সংযোগ রয়েছে।
তবে এই প্রস্তাবে চরম অসন্তোষ জানিয়েছে ইতালি, স্পেন, গ্রিস, মাল্টা এবং সাইপ্রাস। তাদের আশঙ্কা, এর ফলে অধিক সংখ্যক শরণার্থী তাদের দায়িত্বে এসে পড়বে।
গ্রাভেলিন শহরের উপ-মেয়র বোনফাস এই পরিকল্পনার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “আমি বুঝতে পারছি না এটি কীভাবে বাস্তবায়িত হবে। এর মানে হলো, আমাদের মধ্যে অভিবাসীদের ভাগাভাগি করে নিতে হবে।” তার মতে, এটি কার্যকর কোনো সমাধান নয় বরং আরও জটিলতা তৈরি করবে।
গ্রাভেলিন শহরে বর্তমানে ১১ হাজার ৫০০ জনের বাস। নিরাপত্তাহীনতা, উদ্বেগ আর ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। স্থানীয়দের মতে, এই সংকট নিরসনে কেবল পরিকল্পনা নয়, প্রয়োজন দ্রুত ও বাস্তবসম্মত পদক্ষেপ।
সূত্রঃ এক্সপ্রেস
এম.কে
০৯ জুলাই ২০২৫