4.8 C
London
December 26, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বন্ধ হয়ে যেতে পারে ইংল্যান্ডের শতাধিক কেয়ার হোম

ইংল্যান্ডের শত শত কেয়ার হোম বন্ধ হয়ে যেতে পারে, সম্প্রতি মন্ত্রীদের এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

 

ইংল্যান্ডের বৃহত্তম কাউন্সিল এবং কেয়ার প্রোভাইডাররা বলেছে, সরকার বছরে কমপক্ষে ৮৫০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবিত ব্যয়কে ‘গুরুতরভাবে অবমূল্যায়ন’ করেছে।

 

এর অর্থ হলো, কেয়ার হোম সংস্থাগুলোকে তাদের আসন সংখ্যা ছাঁটতে বাধ্য করা হতে পারে, যার ফলে লক্ষ লক্ষ মানুষের জন্য কেয়ারের রেশন বন্ধ করতে হবে।

 

ন্যাশনাল ইন্স্যুরেন্স এপ্রিল মাসে ১.৫% বৃদ্ধি পেয়ে এনএইচএসের চাপ মেটাতে এবং সামাজিক কেয়ার সংস্কারের অর্থ প্রদানের জন্য বছরে ১২ বিলিয়ন পাউন্ড বাড়ালেও ভয়ানক সতর্কবার্তার পূর্বাভাস দেওয়া হয়েছে।

 

কাউন্টি কাউন্সিল নেটওয়ার্কের জন্য স্বাস্থ্যসেবা বাজার বিশেষজ্ঞ LaingBuison-এর একটি প্রতিবেদনে সতর্ক করেছে আসন্ন সংকটের বিষয়ে।

 

নেটওয়ার্কের প্রাপ্তবয়স্ক সোশ্যাল কেয়ার মুখপাত্র মার্টিন টেট বলেছেন: ‘বর্তমান তহবিল স্তরে, এই প্রস্তাবগুলো সারা দেশে কেয়ার হোমের ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে, যার ফলে ব্যাপকভাবে কেয়ার হোম বন্ধ হয়ে যাবে।’

 

১৮ মার্চ ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে বেড়েছে ইমিগ্রেশন অভিযান, ১৩ জন অবৈধ শ্রমিক আটক

এমআই সিক্সের প্রধান হচ্ছেন ব্লেইস মেট্রেউয়েলি, দাদা ছিলেন নাৎসি গুপ্তচর ও ইহুদি নিধনকারী

যুক্তরাজ্য নিয়ে রাশিয়ার বিষোদগার

নিউজ ডেস্ক