7.2 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি আমরা সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছিঃ এরদোয়ান

বাংলাদেশে বন্যায় প্রাণহানির জন্য সমবেদনা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। সেই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, আমরা আমাদের বন্ধু ও ভাই বাংলাদেশের প্রতি তুরস্কের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। তারা বন্যা দুর্যোগের কারণে কঠিন সময় পার করছে।

দুই দেশের মধ্যে সংহতির ওপর গুরুত্বারোপ করে এরদোয়ান বলেন, সহায়তা কার্যক্রমের মাধ্যমে- আমরা আমাদের বাংলাদেশি ভাই-বোনদের একা ছেড়ে দিচ্ছি না। তারা বড় ক্ষতির মুখোমুখি, আমরা তাদের ক্ষত নিরাময়ের চেষ্টা করছি।

প্রেসিডেন্ট বলেন, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, যারা এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন- তাদের প্রতি রহমত করুন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা সব সময় তাদের পাশে আছি।

এরদোয়ান বন্যায় বাংলাদেশে সড়ক পরিবহন ব্যাহত হয়েছে- এমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর প্রতি মনোনিবেশ করে মোট ১৬ হাজার ৭৫০টি সহায়তা প্যাকেজ বিতরণ শুরুর কথা জানিয়েছেন। ‘এএফএডি’, ‘তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা’ এবং তুরস্কের বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথাও উল্লেখ করেন।

এম.কে
৩০ আগস্ট ২০২৪

আরো পড়ুন

সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে তিনটি রাস্তা খোলা

কোভিডের সেকেন্ড ওয়েভ দেখছে যুক্তরাজ্য: বোরিস জনসন

অনলাইন ডেস্ক