TV3 BANGLA
Uncategorized

বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ হাজার মানুষকে সহায়তা দেবে ইইউ

ইউরোপিয়ান ইউনিয়নের ফ্ল্যাগ

বাংলাদেশের ছয় জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ হাজার মানুষকে সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  

সোমবার (৩ আগস্ট) ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশের এক তৃতীয়াংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ইউরোপীয় ইউনিয়ন এক লাখ ইউরো সহায়তা দেবে। সিলেট, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর, লালমনিরহাট ও টাঙ্গাইল জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ হাজার মানুষকে এ অর্থ সহায়তা দেওয়া হবে।

০৩ আগস্ট ২০২০

আরো পড়ুন

UK Property Market after Lockdown! ll M Mostafizur Rahman Msc(Finance), BENECO

চার বৌয়ের নামে ৪ ছাগল! Qurbani under name of 4 wives!

Property Mortgage with BENECO | Thursday, 7 October at 10 PM

অনলাইন ডেস্ক