7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

বর্ণবাদী আচরণে প্রিন্স উইলিয়ামের গডমাদার অপসারিত

প্রিন্স উইলিয়ামের কার্যালয় দীর্ঘদিন ধরেই বলে আসছে, ‘আমাদের সমাজে বর্ণবাদের কোন স্থান নেই’। এদিকে পারিবারিক নির্যাতন থেকে বেঁচে যাওয়া একজন কৃষ্ণাঙ্গ আইনজীবীর প্রতি তার গডমাদারের আচরণের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ সাধারণ জনগণ। বাধ্য হয়ে পদত্যাগ করেন তিনি।

 

৮৩ বছর বয়সী লেডি সুসান হাসি, বুধবার রাজকীয় পরিবারের সম্মানিত সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। পূর্ব লন্ডনের নারী আশ্রয়ের প্রধান নির্বাহী বলেছেন, পারিবারিক সহিংসতা প্রতিরোধে বাকিংহ্যাম প্যালেসে একটি আলোচনা সভায় সুসান হাসি বারবার তাকে জিজ্ঞাসা করেছিলেন ‘আফ্রিকার কোন অঞ্চল থেকে তিনি উঠে এসেছেন?’

 

প্রিন্স এবং প্রিন্সেস অব ওয়েলসের একজন মুখপাত্র লেডি সুসান হাসির পদত্যাগের প্রতিক্রিয়া জানিয়েছেন, যিনি মঙ্গলবার বাকিংহাম প্যালেসে একটি ইভেন্টের সময় ‘অগ্রহণযোগ্য’ মন্তব্য করার জন্য অভিযুক্ত হয়েছেন।

 

হাসি রাজপরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং উইলিয়ামের গডমাদার। তিনি বাকিংহাম প্যালেসে একজন লেডি-ইন-ওয়েটিং হিসাবে কাজ করেছেন। অভিজাত এই নারী ১৯৬০ সাল থেকে বুধবার পর্যন্ত রাজা চার্লসকে প্রাসাদের অফিসিয়াল ইভেন্টের পরিকল্পনায় সাহায্যের কাজে নিয়োজিত ছিলেন।

 

২ ডিসেম্বর ২০২২
সূত্র: দ্য গার্ডিয়ান

আরো পড়ুন

৮টি অভ্যাস আপনার বার্ধক্যকে ত্বরান্বিত করবে

প্রতি ৩-৪ সপ্তাহে ১টি করে কোম্পানি কিনেছে অ্যাপল

অনলাইন ডেস্ক

পবিত্র কাবার আদলে যুক্তরাজ্যে পাওয়া যাচ্ছে সোনার বার