0.6 C
London
November 21, 2024
TV3 BANGLA
বিনোদনমধ্যপ্রাচ্যশীর্ষ খবর

বলিউডে বিনিয়োগ করবে সৌদি আরব!

শুধুমাত্র তেলকেন্দ্রিক বাণিজ্যের বাইরে গিয়ে শিল্পক্ষেত্রে বিনিয়োগ করতে চায় সৌদি আরব। আরব ও বলিউডের যৌথ সমন্বয়ে চলচ্চিত্র নির্মাণ, প্রযোজনা, ও প্রদর্শনীতে আগ্রহ প্রকাশ করেছে। আরব নিউজ সূত্রে জানা যায়, ভারতের অপার সম্ভাবনার একটি বাজার এবং বিশাল ভারতীয় প্রবাসীর উপস্থিতি, প্রায় ১.৩৮ বিলিয়ন জনসংখ্যার দেশটিকে সৌদি আরবের জন্য একটি নতুন ব্যবসায়িক দিক উন্মোচিত করতে যাচ্ছে।

 

সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান ১ মে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার জন্য একটি কলামে লিখেছেন, ‘আমি ভারত ও সৌদি আরবের মধ্যে চলচ্চিত্র নির্মাণ এবং অন্যান্য সাংস্কৃতিক ক্ষেত্রে ভবিষ্যতের সহযোগিতার একটি বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছি।’

 

সৌদি আরবের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার এজেন্ডার অধীনে, সরকার রাজ্যের অভ্যন্তরে সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রমে ব্যয় ২.৯% থেকে ৬% এ উন্নীত করার লক্ষ্য রাখে।

 

এটি অর্জনের জন্য দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য উদারভাবে সম্পদ বরাদ্দ করছে সৌদি। সেইসাথে সারা দেশে নতুন সিনেমা, কনসার্টের স্থান, ক্রীড়াঙ্গন এবং অবকাশ সুবিধার স্কোর খোলার জন্য উদ্যোগ নিয়েছে।

 

১৩ মে ২০২২
এনএইচ

আরো পড়ুন

সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত ফাইজার সিইও

হাজারা সংখ্যালঘুদের ‘নির্যাতন ও গণহত্যা’ করেছে তালেবান

লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী

অনলাইন ডেস্ক