8.2 C
London
April 3, 2025
TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স নিতে আগ্রহী যুক্তরাজ্য

বাংলাদেশ থেকে প্রশিক্ষিত নার্স নিতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সমাজ সেবা বিষয়ক মন্ত্রী স্টিভ বার্কলে।

 

সম্প্রতি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমানের (সালমান এফ রহমান) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাসেবা বিষয়ক মন্ত্রী স্টিভ বার্কলে এ আগ্রহের কথা জানান। বাংলাদেশে নার্স প্রশিক্ষণ সেন্টার চালু এবং প্রশিক্ষণের মান উন্নয়ন ও বৃটিশ স্বীকৃতি অর্জনে সহযোগিতার বিষয়ে সালমান এফ রহমানকে আশ্বস্ত করেন তিনি।

 

শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বৈঠকে স্টিভ বার্কলে ব্রিটেনের স্বীকৃতি পেতে প্রশিক্ষণের মান উন্নয়নে সহায়তার জন্য বাংলাদেশে একটি নার্স প্রশিক্ষণ কেন্দ্র চালু করার বিষয়ে সালমান এফ রহমানকে আশ্বাস দেন।

 

সালমান এফ রহমান বাংলাদেশে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ অ্যাপস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়টি তুলে ধরেন।

বৈঠকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন।

 

১৭ ডিসেম্বর ২০২২
সূত্র: সময় সংবাদ

আরো পড়ুন

ব্রিটেনে এখন ভালো নেই বাংলাদেশিরা

একজনের আঙুলের ছাপে ৪০০ জন ওমরায়, অভিযোগ সৌদি দূতাবাসের

এবার ১০ লাখ মুসলিমকে হজের অনুমতি দিচ্ছে সৌদি আরব