21.3 C
London
May 20, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশ পরিস্থিতি তাদের আভ্যন্তরীণ বিষয়ঃ রাশিয়া

বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত হরেছে রাশিয়া। সোমবার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর এক বিবৃতিতে এ কথা বলেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনাদোলু নিউজ এজেন্সির।

বিবৃতিতে রাশিয়া জানায়, তারা আশা করে অভ্যন্তরীণ রাজনৈতিক এই প্রক্রিয়ায় দ্রুত সাংবিধানিক ধারা ফিরবে। বাংলাদেশ পরিস্থিতি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তারা আশা করে শিগগিরই একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

এতে বলা হয়, কয়েক শত মানুষ হত্যার পর ছাত্রজনতার বিক্ষোভের মুখে সোমবার দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। তিনি নিশ্চিত করেছেন যে, পদত্যাগ করেছেন শেখ হাসিনা। ১৭ কোটি মানুষের এই দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

এর প্রেক্ষিতে রাশিয়া ওই বিবৃতি দিয়েছে। তাতে বলেছে, বাংলাদেশে সরকারের পরিবর্তন তাদের অভ্যন্তরীণ বিষয়। এই নীতির ওপর কাজ করে মস্কো। যা-ই হোক আমরা বন্ধুপ্রতীম এই দেশটিতে যত দ্রুত সম্ভব সাংবিধানিক ধারা ফেরা প্রত্যাশা করি।

সূত্রঃ আনাদোলু এজেন্সি

এম.কে
০৬ আগস্ট ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশে আরও বেশি সৌদি বিনিয়োগের আহ্বান ড. ইউনূসের

উপদেষ্টা পদমর্যাদার ‘হাইরিপ্রেজেন্টেটিভ’ নিয়োগ পেলেন ড. খলিলুর

দেশে ফিরলেন এভারেস্টজয়ী বাবর