4 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাকি বিশ্ব

বাংলাদেশসহ ১৩ দেশে কমেছে প্রকৌশল পণ্য রপ্তানি, ক্ষতির শঙ্কায় ভারত

চলতি বছরের প্রথম চার মাসে বাংলাদেশে ভারতের প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) পণ্য রপ্তানি কমেছে নয় শতাংশ। একইসঙ্গে ইতালি, কোরিয়া, নেপালের মতো দেশগুলোতেও কমেছে ভারতীয় পণ্যের চাহিদা। শুক্রবার ২৩ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ভারত বিদেশে যেসব পণ্য রপ্তানি করে, তার এক-চতুর্থাংশই হলো প্রকৌশল পণ্য। খবরে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার কারণে সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং এর ফলে সম্ভাব্য রাজস্ব ক্ষতির আশঙ্কা বেড়েছে।

ভারতের ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের (ইইপিসি) তথ্য বলছে, চলতি বছরের প্রথম চার মাসে দেশটির লোহা এবং ইস্পাত রপ্তানি কমেছে ৩১ দশমিক ৬ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় প্রকৌশল পণ্যের শীর্ষ ২৫ রপ্তানি বাজারের মধ্যে ১৩ দেশেই চাহিদা কমতে দেখা গেছে। এ ধরনের বড় বাজারগুলোর মধ্যে ইতালিতে ২৬ দশমিক ৪ শতাংশ, কোরিয়ায় ১৬ দশমিক ৬ শতাংশ, নেপালে ১২ দশমিক ৩ শতাংশ এবং বাংলাদেশে নয় শতাংশ রপ্তানি কমেছে ভারতীয় প্রকৌশল পণ্যের।

বাংলাদেশে রপ্তানি কমে যাওয়ার কারণ হিসেবে ইইপিসি বলেছে, সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতার কারণে দেশটির আমদানি ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। এর কারণে ভারতসহ সারা বিশ্বের রপ্তানিকারকরাই ক্ষতির মুখে পড়েছেন।

তবে, একই সময়ে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে ভারতীয় প্রকৌশল পণ্যের রপ্তানি ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতি অনেকটাই পুষিয়ে গেছে বলে দাবি করেছে ভারত।

প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতে ভারতের প্রকৌশল পণ্যের রপ্তানি ৪৪ শতাংশ এবং সৌদি আরবে ৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। চলতি বছর কেবল এ দুটি দেশই ভারত থেকে ৪৪০ কোটি মার্কিন ডলারের প্রকৌশল পণ্য আমদানি করেছে। ভারত থেকে এর চেয়ে বেশি প্রকৌশল পণ্য কেনা একমাত্র দেশ হলো যুক্তরাষ্ট্র (৬১০ কোটি মার্কিন ডলার)।

সূত্রঃ দ্য হিন্দু

এম.কে
২৫ আগস্ট ২০২৪

আরো পড়ুন

টিকটকের নতুন নিয়ম, মুছে যাবে ভিডিও

বিদেশি পর্যটকদের জন্য দ্বার খুলল জাপান

ভারত-আফ্রিকায় কোভিশিল্ডের নকল ডোজ উদ্ধার