13.4 C
London
December 18, 2024
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাস এসেক্সের সাথে চুক্তির মেয়াদ বাড়ালেন

এসেক্স ইয়ংস্টার রবিন দাস ২০২৫ সাল পর্যন্ত ক্লাবের সাথে তার চুক্তি বাড়িয়েছেন। ২১ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটসম্যান রবিন দাস এসেক্সের হোয়াইট-বল ক্রিকেটের নিয়মিত সদস্য।

তিনি এই বছরের শুরুর দিকে চেলসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩২ রান করেছিলেন।

রবিন দাস বলেন, ” আমি এখানে নিজের বাড়ির মতো পরিবেশ পাই যা আমাকে আমার প্রাকৃতিক খেলা খেলতে দিয়েছে।”

উল্লেখ্য যে, রবিনের জন্ম ইংল্যান্ডের লেইটনস্টোনে হলেও বাবা মৃদুল দাস বাংলাদেশি। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে।রবিনের বড় ভাই জোনাথন জয় দাসও ক্রিকেট খেলে থাকেন।

এম.কে
২০ অক্টোবর ২০২৩

আরো পড়ুন

লন্ডনের হোটেলে চুরির অভিযোগে ২ কিশোর ভাইয়ের বিরুদ্ধে পরোয়ানা

অনলাইন ডেস্ক

No Human is Illegal | January 19

সম্পর্কের বিনিময়ে নারীদের কাজ পাইয়ে দিতেন বরিস জনসন!