24.6 C
London
September 19, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে গণ অভ্যূত্থানের সাথে মুনা তাসনিমের সংহতি প্রকাশ

বৃটেনে বাংলাদেশের হাই কমিশনার মুনা তাসনিমের সাথে বিশ্বব্যাপী বাংলাদেশী মানবাধিকার সংগঠনগুলোর ছাতা সংগঠন গ্লোবাল বাংলাদেশী এলায়েন্স অব ইউম্যান রাইটসের প্রতিনিধিদল এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

গ্লোবাল বাংলাদেশী এলায়েন্স অব হিউম্যান রাইটসের আহ্বায়ক শামসুল আলম লিটন, সেন্টার ফর ডেমক্রেসী এন্ড গুড গভর্নেন্সের চেয়ারম্যান সোয়ালেহীন করিম চৌধুরী, নির্বাহী পরিচালক আব্দুল কাইয়ুম, নিরাপদ বাংলাদেশ চাই এর আহ্বায়ক মুসলিম খান, ইকুয়েল রাইটস ইন্টারন্যাশনাল এর আহ্বায়ক মাহবুব খান, রাইটস অব দ্যা পিপল এর আহ্বায়ক আসাদুজ্জামান শফি, সদস্য সচিব ফয়েজ আহমেদ, ফরমার ছাত্রদল অর্গেনাইজেশন এর সদস্য সচিব এস রহমান রাব্বি ও অন্যতম সদস্য ব্যারিস্টার কাজী রায়হান মিথুন, সাংবাদিক এনাম আহমেদ, খালেদ আহমেদ রনি, রুপম রাজ্জাক ও ব্যারিস্টার জাকির হাসান প্রমুখ এই সাক্ষাতে উপস্থিত ছিলেন।

এই সাক্ষাতে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দা মুনা তাসনিমের কাছে বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা বিগত দিনের বিভিন্ন ক্ষোভের কথা তুলে ধরেন। এতে মুনা উনার জানার বাইরে ঘটে যাওয়া এইসব ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ঘটে যাওয়া গণ অভ্যূত্থানের সাথে পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। তিনি আন্দোলনে জীবণ দানকারী শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।

এম.কে
০৯ আগস্ট ২০২৪

আরো পড়ুন

লেবাননে চিকিৎসক ও খাদ্য পাঠাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

মেট্রোরেল চলাচলে প্রস্তুত, তবে বাধা কর্মবিরতি

সেন্টমার্টিন ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা