12.4 C
London
May 13, 2025
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

বাংলাদেশে বিজ্ঞাপনী কার্যক্রম সীমিত করেছে ফেসবুক

বাংলাদেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপনের কার্যক্রম সীমিত করেছে মেটা। ফেসবুকের বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুল বাংলাদেশে তাদের কার্যক্রম সীমিত করার ঘোষণায় বলেছে, বাংলাদেশ থেকে অর্থ স্থানান্তরে সমস্যার কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
এর ফলে বাংলাদেশের গ্রাহকরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে সমস্যায় পড়বেন। বিশেষ করে এফ-কমার্স হিসেবে পরিচিত ফেসবুকনির্ভর ব্যবসা প্রতষ্ঠান প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন কার্যক্রম সীমিত হয়ে যেতে পারে।
গ্রাহকদেরকে পাঠানো এক চিঠিতে এইচটিটিপুল বিজ্ঞাপন কার্যক্রম সীমিত করার পেছনে মার্কিন ডলার সংকট ও বিদেশে রেমিট্যান্স পাঠানোয় জটিলতার কথা উল্লেখ করেছে।
এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের এফ-কমার্স প্রতিষ্ঠানগুলো। এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেডের পরিচালক সানি নাগপাল বলেছেন, উদ্ভূত পরিস্থিতির ওপর তাদের কোনো হাত নেই। সমস্যার দ্রুত সুরহা করতে তারা ডিজিটাল মাধ্যমে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছেন।

আরো পড়ুন

সিরাজদিখানে আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে ককটেল ফাটায় দুষ্কৃতকারীরা

অ্যাসাইলাম ও ইমিগ্রেশন আইনের আমূল পরিবর্তনের আভাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল

অনলাইন ডেস্ক

Modern Auction: Property Mortgage with BENECO