যুক্তরাজ্যের ২০২১ সালের বাজেটে কর্পোরেশন ট্যাক্স ১৯ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী ঋষি সুনাক। এই পরিবর্তন ২০২৩ সালের এপ্রিল থেকে কার্যকর হবে।
তবে যেসব কোম্পানির বার্ষিক আয় ৫০ হাজার পাউন্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে তাদের জন্য ১৯ শতাংশ ট্যাক্স প্রযোজ্য হবে। বলা হচ্ছে, এরমাধ্যমে ১০ শতাংশ ব্রিটিশ কোম্পানিকে উচ্চ হারে ট্যাক্স দিতে হবে সরকারকে।
এদিকে ২০২৬ সাল পর্যন্ত ব্যক্তিগত ট্যাক্স, ন্যাশনাল ইনস্যুরেন্স অথবা ভ্যাট বৃদ্ধি হবে না বলে জানান অর্থমন্ত্রী।
বুধবার (৩ মার্চ) যুক্তরাজ্যের ২০২১ অর্থবছরের বাজেট ঘোষণা চলছে। বাজেটের সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এসব ঘোষণার কথা জানা যায়।
বলা হয়, এবার জাতীয় রজস্বের ১৭ শতাংশ ঋণ করতে চলেছে সরকার। আগামী বছর এই ঋণের পরিমাণ দাঁড়াতে পারে জিডিপির ১০ দশমিক ৩ শতাংশ।
এবারের বাজেটে কোভিড-১৯ মোকাবেলা এবং লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির চাকা সচল করাকে প্রাধান্য দিচ্ছে সরকার। জানা যায়, এই লক্ষ্যে প্রায় ৪০০ বিলিয়ন পাউন্ড খরচ হতে পারে সরকারের। এরমধ্যে স্টাম্প ডিউটি হলিডের সময়সীমা বাড়ানো এবং ৫% ডিপোজিটে মর্গেজের গ্যারেন্টি দিচ্ছে সরকার। তাছাড়া, জুলাই থেকে ফারলোর পঞ্চম গ্রান্ট দেওয়া হবে বলে জানা গেছে।
The Chancellor @RishiSunak explains how the new mortgage guarantee scheme will turn generation rent into generation buy. #PlanForJobs #Budget2021 pic.twitter.com/IlBKcaK7bV
— HM Treasury (@hmtreasury) March 3, 2021
৩ মার্চ ২০২১
এনএইচ