10.1 C
London
November 5, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বাড়তে যাচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’স

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’স বৃদ্ধি করা নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন হতে। আগামী বছর টিউশন ফি’স ৯,২৫০ পাউন্ড থেকে বৃদ্ধি পেয়ে প্রায় ৯,৫০০ পাউন্ড হবার সম্ভাবনা রয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বর মাস থেকে এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে জানিয়েছে সরকারের শিক্ষা বিভাগের একজন মুখপাত্র। ইংল্যান্ডের ব্রিটিশ ছাত্রছাত্রীদের জন্য টিউশন ফিস ২০১৭ সাল থেকে ৯,২৫০ পাউন্ড নির্ধারণ করা হয়েছিল।

উচ্চ মূল্যস্ফীতির সময় সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয়গুলিকে বাধ্য করা হয়েছে টিউশন ফি’সের ভারসাম্য বজায় রাখার জন্য। বিশ্ববিদ্যালয়কে সুযোগ দেয়ার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি’স আনক্যাপড রাখা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র।

ইংল্যান্ডের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কোর্সের জন্য টিউশন ফি’স প্রায় আট বছরে বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয়গুলি তাদের বাজেটের উপর চাপ কমাতে ব্রিটিশ ছাত্র-ছাত্রীদের ফিস বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে দীর্ঘদিন হতে বলে তথ্যমতে জানা যায়।

সূত্রঃ বিবিসি

এম.কে
০৫ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আকর্ষণীয় হয়ে উঠেছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক

দূরবর্তী অঞ্চলের জন্য ড্রোন বহর ব্যবহার করবে রয়্যাল মেইল

অনলাইন ডেস্ক

ব্রিটেনে ঝড় গেরিটের আঘাতে ৩ জনের মৃত্যু