বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদী ভিসা চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। গত মার্চ মাসে স্বল্পমেয়াদী নতুন এই ভিসা চালু করেছে দেশটি।
সৌদির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, স্বল্পমেয়াদী এই ভিসার মাধ্যমে সৌদি আরবের কোম্পানিগুলো কাজ করতে আগ্রহী বিদেশি শ্রমিকদের অস্থায়ী ভিসা দিতে পারবে। যেসব শ্রমিক এ ভিসা পাবেন তারা সৌদিতে প্রবেশের দিন থেকে তিন মাস বৈধভাবে কাজ করতে পারবেন।
তিন মাস শেষ হওয়ার পর কোম্পানি চাইলে ওই ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়াতে পারবে। এর মাধ্যমে একজন প্রবাসী সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত সৌদিতে থাকতে পারবেন।
তবে এ ভিসার মাধ্যমে কোম্পানিগুলো যে শ্রমিকদের আনবে, চাকরিকালীন সময়ে তাদের জন্য আলাদাভাবে ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি পারমিট ইস্যু করতে হবে না।
এই ভিসার প্রক্রিয়া পুরোপুরি ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পন্ন করা হবে। যেদিন ভিসা ইস্যু করা হবে সেদিন থেকে শুরু করে পরবর্তী এক বছর পর্যন্ত এটির মেয়াদ থাকবে। কিয়া প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিগুলো এ ভিসার আবেদন করতে পারবে।
সৌদি সরকারের চালু করা নতুন সেবা কিয়া প্লাটফর্মের মাধ্যমে চাকরিদাতারা শ্রমিকদের সঙ্গে হওয়া চুক্তিপত্রের অনুমোদন, বাতিল অথবা সংশোধন করতে পারবেন।
যখন কিয়া প্লাটফর্মের মাধ্যমে একজন শ্রমিক ও কোম্পানির সঙ্গে চুক্তি হবে এবং সেটি যাচাই সম্পন্ন হবে তখনই সেটিকে অনুমোদন দেবে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।
চাকরিদাতা এবং শ্রমিকরা কিয়া, এসএ ওয়েবসাইটের মাধ্যমে ভিসার যাবতীয় তথ্য সংগ্রহ ও কাজ করতে পারবেন।
এই ওয়েবসাইটে বাংলা, হিন্দি, উর্দু, ইংলিশ এবং আরবিসহ মোট ছয়টি ভাষায় তথ্য রয়েছে। ফলে বাংলাদেশিরা সহজেই সব তথ্য পেয়ে যাবেন এবং আবেদন করতে পারবেন